শীত পড়তেই পরিযায়ী পাখির ভিড় বাড়ছে কাঁসাইয়ের তীরে
বেস্ট কলকাতা নিউজ : শীত পড়তেই পরিযায়ী পাখির ভিড় ক্রমশ বাড়ে মেদিনীপুর শহরের কাঁসাই ব্রিজ লাগোয়া ঘাটে৷ একশোর বেশি পরিয়াযী পাখি রাতে এখানে আসে দুই থেকে তিন হাজার কিলোমিটার পথ অতিক্রম করে৷পুরানো পরিযায়ী পাখির দল সেন্ট্রাল এশিয়া এয়ারওয়েজের পথ চিনিয়ে নিয়ে আসে নতুন পাখিদেরও৷ কিন্তু প্রতি বছরই এই পাখির সংখ্যা ক্রমশ কমছে চোরাশিকারী ও দূষণের কবলে পড়ে৷
শীতকালে দুই থেকে তিন মাস মেদিনীপুর শহরে উড়ে আসে দেশ-বিদেশের নানা রকমের প্রজাতির পরিযায়ী পাখির দল। এই পরিযায়ী পাখিরা ভিড় জমায় মেদিনীপুর শহরে কাঁসাই নদীর তীরে। এইরকমই ২৩৭ টি পাখির বর্ণনা করেছেন অধ্যাপক ও পাখি বিশেষজ্ঞ সুমন প্রতিহার । পশ্চিমবঙ্গে পরিযায়ী আসে প্রায় একশোর বেশি । মূলত এই সব পাখির দল ভিড় জমায় সাঁতরাগাছির পূর্বস্থলী ,সাহেব বাঁধ ,পূর্ব কলকাতা জলাভূমিতে৷ কিন্তু প্রচারের আলোর বাইরে থাকা মেদিনীপুরে বেশ ভালো সংখ্যক পরিযায়ী পাখি আসে এই কাঁসাই নদীর তীর ও ঘাটালের কিছু জায়গায়।