আমুল, মাদার ডেয়ারি দুধের মূল্য বাড়িয়ে দিল এক লাফেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : একলাফে দুধের মূল্য বাড়াল দেশের দুই দুগ্ধ প্রস্তুসকারী সংস্থা। শনিবারই দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে ভারতের দুটি প্রথম সারির ডেয়ারি সংস্থা আমুল ও মাদার ডেয়ারি। রবিবার থেকেই বাজারে দাম বেড়েছে দুই সংস্থারই তৈরী করা দুধের ।মাদার ডেয়ারি দাম বাড়িয়েছে প্রতি লিটার দুধে ৩ টাকা করে ও আমুল বাড়িয়েছে প্রতি লিটারে ২ টাকা করে। মূলত জানা গিয়েছে, চাহিদার তুলনায় যোগান কমে যাওয়ায় জন্যই দুধের দাম বাড়ানো হয়েছে বলে । সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, দাম বাড়ানো হয়েছে সব ধরনের প্যাকেটের ক্ষেত্রেই।

৪০ টাকা থেকে ২ টাকা দাম বাড়িয়ে মাদার ডেয়ারি এক লিটার দুধের দাম করেছে ৪২ টাকা । পলি প্যাকে ফুল ক্রিম মিল্কের দাম বাড়িয়ে করা হয়েছে ৫৫ টাকা।আধ লিটার ফুল ক্রিম মিল্কের দাম বাড়িয়ে করা হয়েছে ২৮ টাকা। টোনড মিল্কের ক্ষেত্রে এক লিটারের দাম ৩ টাকা বেড়ে হয়েছে ৪৫ টাকা। ডবল টোনড মিল্কের দাম ৩৬ টাকা থেকে বেড়ে ৩৯ টাকা হয়েছে। গরুর দুধের দাম ৩ টাকা বেড়ে এক লিটারে হয়েছে ৪৭ টাকা।আমুলও তাদের দুধের দাম বাড়িয়েছে আমেদাবাদ, সৌরাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি, মুম্বইতেও । দাম বাড়ার পর আমুল গোল্ডের দাম হবে ৫০০ মিলিলিটারে ২৮ টাকা । আমুল তাজার ৫০০ এমএলের দাম হবে ২২ টাকা। আর একই দামে পাওয়া গিয়েছে আমুল শক্তিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *