শেষ বেলায় এয়ার ইন্ডিয়ার টিকিট কাটলে এবার থেকে মিলবে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়
বেস্ট কলকাতা নিউজ : বিমান যাত্রীদের জন্য এবার সুখবর শোনালো এয়ার ইন্ডিয়া ৷ বিমানএর টিকিট কাটার উপর বড় রকমের ছাড়ের ঘোষণা করে এয়ার ইন্ডিয়া স্বস্তি দিল বিমান যাত্রীদের৷শুক্রবার এয়ার ইন্ডিয়ার ঘোষণা করেন যে, শেষ মুহূর্তে কিছু টিকিট বিক্রি করা হবে বিভিন্ন ঘরোয়া রুটে৷ এই সব টিকিটের উপর ছাড় পাওয়া যাবে ৪০ শতাংশ পর্যন্ত ৷ মূলত এর উল্টোটাই করে অন্যান্য বিমান পরিবহন সংস্থাগুলি৷ টিকিটের দাম বাড়িয়ে রাখা হয় যাত্রার কয়েকদিন আগে থেকে ই ৷ নিরুপায় হয়ে চড়া দামে সেই টিকিট কিনতে যাত্রীরা এক রকমএর বাধ্য হন৷ এবার কিন্তু সেই ‘নীতি’ থেকে সরে এল এয়ার ইন্ডিয়া৷ জানিয়েছে, শেষ মুহূর্তে টিকিট বিক্রির উপর বিমান যাত্রীরা ছাড় পাবেন ৪০ শতাংশ পর্যন্ত ৷
বিমান সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, আপদকালীন পরিস্থিতি যখন তখন চলে আসে৷ যাত্রীদের কাছে সেই সময় চড়া দামে টিকিট বিক্রিতে সংস্থার লাভ হয় ঠিকই৷ কিন্তু বেশি দামে টিকিট বিক্রির প্রবণতা ভালো নয়৷ তাই জাতীয় বিমান সংস্থা ঠিক করেছে যে ঘরোয় রুটে যাত্রা শুরুর তিন ঘণ্টা আগে কিছু টিকিট বিক্রি করা হবে৷ সেই টিকিটে দেওয়া হবে বিপুল পরিমানে ছাড়৷ সর্বাধিক ছাড় পাওয়া যাবে ৪০ শতাংশ পর্যন্ত৷