শ্রাবণ মাসের প্রথম সোমবার, শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় শিলিগুড়ির বিভিন্ন মন্দিরে
শিলিগুড়ি : শ্রাবণ মাসের প্রথম সোমবার সোমবার শিব ঠাকুরের মাস বলা হয়ে থাকে এই মাসে শিবের মাথায় জল দিয়ে ভক্তি ভরে প্রণাম করে ভগবানের কাছে কিছু চাইলে ভগবান তার মনের ইচ্ছা পূরণ করেন। আর সকাল থেকেই তাই শিলিগুড়ির বিভিন্ন মন্দিরে শিবের মাথায় জল ঢালতে এবং পুজো দিতে ভক্তদের ঢল নেমে যায়। শিলিগুড়ির বিধান মার্কেটের মা ভবানী মন্দির, হসপিটাল রোডের মায়ের ইচ্ছা কালিবাড়ি এবং সব থেকে বড় আনন্দময়ী কালীবাড়িতে এদিন সকাল থেকেই ভক্তরা ভিড় জমান। বাদ জানলে কেউই ৮ থেকে ৮০ সবাই মন্দিরে উপস্থিত ছিলেন।
এদিন সকাল থেকেই মন্দিরে এসে অঞ্জলি দেওয়ার জন্য ভিড় করেন অগণিত মানুষ । অনেকেই অঞ্জলি দিয়ে শিবের মাথায় জল ঢেলে ভগবান শিবকে পুজো দেন। শ্রাবণ মাসের বাবা ভোলানাথের ভোলে বোম যেতে সারা মাছ ধরে ভিড় লেগে থাকে ভক্তদের এবারও মাস শুরু হতেই প্রচুর ভক্ত ভোলে বোম এর উদ্দেশ্যে রওনা দেন। আর সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার প্রতিটি মন্দির এই সকাল থেকে শুরু হয়ে যায় দেবাদিদেব মহাদেবের আরাধনা। মন্দিরে উপস্থিত ভক্তদের মধ্যে অঞ্জলি যাওয়ার হুড়োহুড়ি লেগে যায় সকাল থেকে। শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই এই সুযোগ ছাড়তে চাননি কেউই। সকাল থেকেই ছুটে চলে এসেছেন মন্দিরে। মন্দিরের পুরোহিত জানান আজ সারাদিন ধরেই চলবে দেবাদিদে মহাদেবের আরাধনা।