শ্রাবণ মাসে ডিমের চাহিদা কম শিলিগুড়িতে
শিলিগুড়ি : ডিম বিক্রি হচ্ছে না। গোটা শ্রাবন মাসে একেবারে চাহিদা নেই ডিমের। দুশ্চিন্তায় বিক্রেতারা। প্রথমে বেড়ে গিয়েছিল ডিমের দাম কিন্তু বর্তমানে শ্রাবন মাসে একেবারেই বিক্রি নেই ডিমের। বিক্রেতারা জানয়েছেন এই মাসে ডিম খান না অনেকেই, সব বাজারের অবস্থা একই হয়ে আছে। চাহিদা নাই একেবারে আমিষ খাবারের। রেস্টুরেন্ট ছাড়া হোটেল গুলোতে সেরকম ভাবে বিক্রি নেই ডিমের। একে শ্রাবণ মাস তার উপর বর্ষাকাল আমিস খাবারের চাহিদা একেবারেই তলা নিতে গিয়ে থেকেছে। একমাত্র ভরসা মিড ডে মিলের ডিমের। এখানেই যা বিক্রি হচ্ছে। তবে খুব সামান্য। বাচ্চাদের মধ্যেও চাহিদা কমে গেছে অনেকটাই। তবে বিক্রেতা আশা করছেন শ্রাবণ মাস পার হয়ে গেলেই আবার বাড়বে চাহিদা আপাতত এই অপেক্ষায় তারা।