সংযুক্ত মোর্চার নেতারা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন শীতলকুচির ঘটনায়
বেস্ট কলকাতা নিউজ : সংযুক্ত মোর্চার নেতারা শীতলকুচির ঘটনায় প্রশ্ন তুললেন খোদ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েই। সংযুক্ত মোর্চা নেতাদের আরও অভিযোগ, রাজ্যে যা ঘটে চলেছে ৮ দফা নির্বাচনে সেটা দেশে তো বটেই আগে কখনও হয়নি এ রাজ্যেও। শীতলকুচির ঘটনা উল্লেখ করে সোমবার এই মর্মে সংযুক্ত মোর্চার নেতারা অভিযোগ জানিয়ে এলেন জাতীয় নির্বাচন কমিশনের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে।
কমিশনে অভিযোগ জানিয়ে বার হয়ে সংযুক্ত মোর্চার তরফে বিমান বসু সাংবাদিকদের বলেন, “শীতলকুচির ১২৬ নম্বর বুথে যে ঘটনা ঘটলো তা ঘটলো কী করে? বলা হচ্ছে প্রস্তুত হচ্ছিল সব অস্ত্র কেড়ে নেওয়ার জন্য, তাই গুলি করা হয়েছে। এই কথার সমর্থনে ছবি কোথায়? আমরা তা জানতে চাই। আজকাল মোবাইল ফোন থাকে সবার পকেটে। প্রায় অনেকের কাছেই থাকে একটার বেশি মোবাইল। তাহলে কেন কেউ ছবি তুললো না? কমিশন এটা বলছে কোন তথ্যের ভিত্তিতে?” বিমানবাবু এও বলেন, “আমরা কমিশনের কাছে জানতে চাই ওয়েব কাস্টিংয়ের কি ব্যবস্থা ছিল আপনাদের কাছে? , তাহলে সব সেনাদের আক্রমণ করছে কোথায় সেই ছবি? এসব হলে মানুষের মনে প্রশ্ন জাগবে জাতীয় নির্বাচন কমিশনের কাজ নিয়েই, কমিশনের মতো একটা নিরপেক্ষ সংস্থার ক্ষেত্রে যেটা কোনো ভাবেই কাম্য নয় ।”বিমান বসু এদিন বলেন, “শীতলকুচির গুলিচালনা ও মৃত্যুর ঘটনা নিয়ে বলা হচ্ছে আরও অনেক শীতলকুচি হবে। কমিশনের কাছে আমরা বলেছি পার পাওয়া যায় কি ? এসব প্ররোচনামূলক মন্তব্য করে। কমিশনের ভূমিকা ঠিক তাহলে কি?” এই ক্ষেত্র।