সঞ্জয় রাইয়ের আরোও বেশি সাজা পাওয়া উচিত ছিল, এমনটাই জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : আমি খুশি নই, যাবজ্জীবন সাজা ওর জন্য নয়, ওর এর থেকেও বেশি সাজা পাওয়া উচিত ছিল। আজ এই কথাই জানালেন মেয়র গৌতম দেব। এদিন শিয়ালদা আদালতে সঞ্জয় রাই এর সাজা দেওয়ার কথা ঘোষণা করে । সেখানে সঞ্জয় রাই এর যাবজ্জীবন সাজার কথা ঘোষণা করে আদালত। আদালতের এই রায় সন্তুষ্ট নন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি এদিন জানান আমি খুশি নই, ওর আরো বেশি সাজা পাওয়ার কথা ছিল। ওর বাবা মার মনে কি চলছে এটা একমাত্র বাবা-মাই বুঝতে পারবে। আজকে অন্যান্য জায়গার মতো আমিও খুশি নই জানালেন মেয়র। মেয়র আরো জানান আমি একজন সাধারণ নাগরিক, তাই আমার বেশি কথা বলা উচিত না তবে আমি মনে করি এই সাজা ওর জন্য যথেষ্ট সাজা নয়, আমার কাছে এই সাজা সামান্যতম সাজা সবচাইতে জঘন্যতম অপরাধের জন্য। আমি মনে করি ও যে অপরাধ করেছে তা জঘন্য থেকে জঘন্যতম , এর জন্য ওর সর্বোচ্চ সাজা পাওয়া উচিত ছিল। এত দূর থেকে আমি কিছু বলবো না, তবে একজন নাগরিক হিসেবে আমি এটুকুই জানালাম বললেন মেয়র গৌতম দেব।