সব টাকা চলে যাচ্ছে আদার ব্যপারির কাছে, আদানি ইস্যুতে মুখ্যমন্ত্রী এভাবেই তোপ দাগলেন হাওড়ার সভা থেকে
বেস্ট কলকাতা নিউজ : ফের আদানি ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যােয়র। হাওড়ার সভা থেকে মোদী সরকারকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনার সব টাকা আদার ব্যপারির কাছে চলে যাচ্ছে। এদিন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন তিনি।
এদিন তার আরো সংযোজন, নির্বাচনের সময় বড় বড় কথা মোদী সরকার। উজ্জ্বালা গ্যাস দেবে, তারপর ধাঁ। লাইফ ইনস্যুরেন্সে অনেকের টাকা রয়েছে। হাইজিং লোন আছে, ব্যাঙ্কের জমা আছে… সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? আদার ব্যাপারীদের ঘরে চলে যাচ্ছে। যে কোনও দিন বলবে, এলআইসি, ব্যাঙ্ক উঠিয়ে দাও।আজ হাওড়া পাঁচলা জনসভা থেকে আদানি ইস্যুতে মুখ খুললেন মমতা।রাজ্যের তৃণমূল সরকারের অন্যতম লক্ষ্য শিল্পায়ন। শিল্পে বিনিয়োগ টানতে অনেক প্রক্রিয়া সরলীকরণ করেছে রাজ্য সরকার। এছাড়া প্রতি বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে রাজ্য সরকার। লক্ষ্য একটাই, রাজ্যে শিল্পের জোয়ার আসুক। একাধিক শিল্পসমৃদ্ধ হাওড়া জেলার হৃত গৌরব ফেরাতে নতুন করে শিল্পে বিনিয়োগ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর প্রাচ্যের ম্যানচেস্টার হিসেবে পরিচিত হাওড়া শিল্পাঞ্চলের অবনতির জন্য তিনি দায়ী করলেন বামেদের। হাওড়ার পাঁচলা মোড়ের জনসভা থেকে মোট ১৫ জেলার ৯০০-র বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা – একাধিক ক্ষেত্রে তিনি নতুন প্রকল্পের ঘোষণা করেন।