সমকাজে সমবেতনের দাবিতে শিক্ষিকাদের বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধমার কান্ড বিধানসভার গেটে
বেস্ট কলকাতা নিউজ : বিধানসভার বিশেষ অধিবেশন শুরু হয়েছে আজ থেকে। মূলত আজকের বিধানসভা অধিবেশন ডাকা হয়েছে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ করার জন্যই। কিন্ত অধিবেশনের প্রথম দিনেই বিধানসভা গেটে হাজির হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের কর্মী ও নেতারা। এমনকি বিক্ষোভ আন্দোলন শুরু হয় সংগঠনের বেশ কয়েক জন শিক্ষিকার নেতৃত্বেই। পুলিশের নজর এড়িয়ে কী ভাবে তাঁরা এই বিধানসভা চত্বরের ভিতরে ঢুকে পড়লেন, প্রশ্ন উঠেছে এমনকি তা নিয়েও। রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের আরও দাবি, পরিকল্পিত রাজনৈতিক মদত রয়েছে এর পিছনে।
প্রসঙ্গত, সমকাজে সমান বেতন-সহ বিভিন্ন দাবিতে বেশ কয়েক মাস ধরে তারা ক্রমাগত আন্দোলন করে চলেছে। তাঁদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সরকার তাতে কোনো রকম ভাবে কর্ণপাত করছে না। বিধানসভার ৬ নম্বর গেটের বাইরে বিক্ষোভ-স্লোগানের পাশাপাশি কয়েক জন শিক্ষিকা উঠে পড়েন এমনকি গেটের উপরেও।তাঁরা স্লোগান দিতে থাকেন দীর্ঘক্ষণ গেটের উপরেই দাঁড়িয়ে থেকে। নীচেও চলতে থাকে এমনকি বিক্ষোভ-আন্দোলন।