সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ছিল উত্তরপ্রদেশে কৃষকদের উপর গাড়ি চালানোর ঘটনা, যোগী রাজ্যের বিশেষ তদন্তকারী দল এমনটাই জানালেন আদালতের কাছে
বেস্ট কলকাতা নিউজ : সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ছিল উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের উপর গাড়ি চালিয়ে হত্যার ঘটনা। যোগীরাজ্যের বিশেষ তদন্তকারী দল (সিট) এমনটাই জানিয়েছেন আদালতের কাছে। আর তাতেই কৃষক-মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র পড়েছে চরম অস্বস্তিতে।
যোগীরাজ্যের বিশেষ তদন্তকারী দল (সিট) আদালতে ইতিমধ্যেই জানিয়েছে, এই ঘটনা ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। ওই ঘটনার তদন্তকারী অফিসার বিদ্যারাম দিবাকর তাঁর রিপোর্টে আরও বলেছেন, এটা কোনও নিছকই একটা দুর্ঘটনা নয়। এই ঘটনা ঘটানো হয়েছে এমনকি আগে থেকে পরিকল্পনা করেই।এদিকে বিদ্যারাম দিবাকর সিজেএম আদালতের কাছে অনুমতি চেয়েছেন লখিমপুর খেরি-কাণ্ডে হত্যা, গুরুতর আহত করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের ধারা যুক্ত করারও। মঙ্গলবার আদালত এদিকে সব অভিযুক্তকে তলব করেছে। আদালতে বিদ্যারাম এও জানিয়েছেন, এখনও পর্যন্ত যে প্রমাণ সংগ্রহ করা হয়েছে, তা থেকে তাঁদের মনে হয়েছে, সুপরিকল্পিত গভীর ষড়যন্ত্র ছিল লখিমপুর খেরিতে সে দিনের ঘটনার আড়ালে। তাই তাঁরা এই ঘটনায় ৩০৪ এ ধারা বাতিল করতে চান। সেই জায়গায় যুক্ত করতে চান ৩০৭ ধারা (খুনের চেষ্টা)। এ ছাড়াও তিনি অনুমতি চেয়েছেন ৩২৬, ৩৪, ২৭৯, ৩৩৮ এবং ৩০৪এ-র মতো ধারা যোগ করারও।
সম্প্রতি এক ফরেন্সিক রিপোর্টে আরও জানানো হয়েছে, গুলি ছোড়া হয়েছিল অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের বন্দুক থেকেই। ওই রিপোর্ট এও বলছে, সে দিন গুলি চালানো হয়েছিল লখিমপুর-কাণ্ডের আর এক অভিযুক্ত অঙ্কিত দাসের বন্দুক থেকেও। আশিস এবং অঙ্কিতের বিরুদ্ধে কৃষকদের গাড়ির চাকায় পিষে খুন করার পাশাপাশি অভিযোগ রয়েছে গুলি চালানোরও।