সম্পূর্ণ বেপাত্তা হয়ে গেল সর্ষের তেল বোঝাই লরি
বেস্ট কলকাতা নিউজ : রাজস্থান থেকে অসম যাচ্ছিল সর্ষের তেল বোঝাই একটি লরি। শনিবার গভীর রাতে সেই সময় আচমকাই এক দল দুষ্কৃতী ইটাহার থানা এলাকা থেকে পিস্তল দেখিয়ে এবং গ্রামের একটি রাস্তায় চালক ও খালাসীকে প্রচন্ড মারধর করে বেঁধে রেখে লরি নিয়ে পালিয়ে যায়। দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় গ্রামবাসীরা।চালক ও খালাসি দুজনেই বিহারের বাসিন্দা বলেই জানা গেছে। পরে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তবে এখনও পর্য্যন্ত কোনো রকম খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ হয়ে যাওয়া লরির।