সরকারি টাকা নয়ছয়ের অভিযোগ, ত্রিপুরায় চার আধিকারিককে কারাদণ্ডের সাজা দিলো আদালত
বেস্ট কলকাতা নিউজ : এনজিওর নামে জাল নথি দিয়ে সরকারি অর্থ নয়ছয় করার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় ত্রিপুরা বেম্বো ক্রাফট অফিসের এক কর্মচারী সহ বেসরকারি এনজিওর তিন আধিকারিকের জেল ও জরিমানার সাজা ঘোষণা করল আদালত। উইমেন ডেভেলপমেন্ট সোসাইটি নামে একটি এনজিও জাল সার্টিফিকেট দিয়ে ত্রিপুরা ব্যাম্বু মিশন থেকে ভারত সরকারের বিভিন্ন স্কিমের অন্তর্গত লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল বলে অভিযোগ ওঠে।

এই এনজিও কর্তারা বেম্বো স্কিল ডেভেলপমেন্ট স্কিমের কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল অনেককে। তাদের এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল ত্রিপুরা বেম্বো ক্রাফট অফিসের এক ইন্সট্রাক্টর অচিত কুমার দাস। পরবর্তীকালে ওই এনজিও–র সমস্ত নথিপত্র ভারত সরকারের দিল্লির বেম্বো মিশনের প্রধান অফিসে পাঠানো হয়। দিল্লিতে নথিপত্র যাচাইয়ের সময় দেখা যায় সব জাল। তার আগেই অবশ্য দপ্তর থেকে এই স্কিমের অন্তর্গত প্রথম ধাপের কিছু টাকা উইমেন ডেভেলপমেন্ট সোসাইটিকে দেওয়া হয়েছিল স্কিলের কাজের জন্য। এরপর দপ্তরের সন্দেহ হওয়া সিবিআইয়ের কাছে একটি কেস নথিভুক্ত করা হয় ওই এনজিওর বিরুদ্ধে। শুরু হয় তদন্ত। সিবিআই তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা করে।
আদালত ৪৮ জনের সাক্ষ্য গ্রহণ করে। চারজনের বিরুদ্ধে রায় দান করে আদালত। ত্রিপুরা বেম্বো ক্রাফট অফিসের অচিত কুমার দাসকে পাঁচ বছরের জেল এবং উইমেন ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি কল্পনা দেবনাথ সহ কমল কৃষ্ণ দেবনাথ ও সঞ্জয় দেবনাথকে চার বছরের জেলের সাজা দেওয়া হয়। সঙ্গে আর্থিক জরিমানাও করা হয় অভিযুক্তদের।