সিকিমের বিপর্যয়ে পোয়াবারো দার্জিলিং এর, ছোট বড় সব হোটেলেই গিজগিজ করছে মানুষ
কুশল দাশগুপ্ত শিলিগুড়ি : সিকিমের বিপর্যয়ে এবারে পোয়াবারো দার্জিলিং এর। হোটেলগুলিতে ভীড়ে গিজগিজ করছে। ছোট এবং বড় সব হোটেলেই ভীড় বেড়েই চলেছে দিনের পর দিন। প্রাকৃতিক বিপর্যয়ে একেবারেই নাজেহাল সিকিমের। বেশ কয়েকবার ধস নামায় বন্ধ হয়ে গেছে পর্যটকদের আসার। হোটেলগুলি ফাকা ধসের আতঙ্কে কেউ নেই। উলটোদিকে ভীড় বাড়ছে দার্জিলিং এ।কমদামী এবং বেশীদামী সব হোটেলগুলিতেই থিকথিক করছে মানুষ। আসলে জায়গা দিতে পারছেন না মানুষকে। দার্জিলিং এ পর্যটকদের আসার জোয়ারে খাবারের দোকানে ভীড় জমে গেছে প্রায় তিনগুন। দার্জিলিং এর হোটেলগুলিতে এত ভীড় আগে দেখেন নি স্থানীয় মানুষ। অনেকেই জানিয়েছেন সিকিমের ধস একেবারেই নতুনভাবে দরজা খুলে দিয়েছে দার্জিলিং এর সামনে। পর্যটকদের কাছে সমীক্ষা করে জানা গেছে সবাই সিকিমের চাইতে দার্জির্লিকে অনেকটাই নিরাপদ মনে করছেন। কারন বিগত ইতিহাস দেখলে বোঝা যায় দার্জিলিং এর প্রাকৃতিক দূর্যোগ নেই বললেই চলে।দার্জিলিং এ আসতে তাই দ্বিধাবোধ করছেন না পর্যটকেরা। তাই ভীড়ে ছয়লাপ শৈলশহরে।