সিকিম সরকার চালু করবে পর্যটকদের জন্য নতুন অ্যাপ, চিন্তায় উত্তরবঙ্গের গাড়ি চালকেরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : মতো বিরোধ চলছিল বহুদিন ধরেই, সিকিম বনাম উত্তরবঙ্গ। এবার এগিয়ে আসলো স্বয়ং সিকিম সরকার, জানা গেছে তারা পর্যটকদের জন্য চালু করতে চলেছেন নতুন অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে পর্যটকেরা যে কোন জায়গায় বসে সবকিছু পেয়ে যাবেন। এমনকি গাড়িও। যেটা নিয়ে দীর্ঘদিন ধরে এই অসন্তোষ চলছে সিকিম এবং দার্জিলিং এর মধ্যে। যার জেরে সমস্যায় পড়তে চলেছেন উত্তরবঙ্গের গাড়িচালকেরা।

তারা আরোও জানিয়েছেন এর ফলে তাদের রুটি রুজিতে, বিশাল টান পড়তে পারে। বহুদিন ধরে সমস্যা চলতে থাকায়, সিকিমের গাড়ি চালকেরা ক্ষোভ প্রকাশ করছিলেন। যে তাদের স্বাধীনভাবে গাড়ি চালাতে দেওয়া হচ্ছে না, অথবা বলতে পারা যায় তাদের বাধা দেওয়া হচ্ছিল। এবার সিকিম সরকার এগিয়ে এসে গাড়ি চালকদের সেই সমস্যার সমাধান করে করে দিতে চলেছে। এর ফলে কিছুটা হলেও কোপ পড়বে উত্তরবঙ্গের গাড়িচালকদের ব্যবসায়। যেটা তারা ইতিমধ্যেই বুঝতে পেরে গেছে। তবে শেষ পর্যন্ত কি হতে চলেছে, সেটা সময়ই বলে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *