সিদ্ধিদাতা গণেশের ১১০০ বছর ধরে বাস পাহাড়ের চূড়ায়, পুজো দেবেন কীভাবে ? জেনেনিন
পাহাড়ের চুড়ায় সিদ্ধিদাতা গণেশ সেই রূপ দেখলে আপনি মাথা ঝোঁকাতে বাধ্য। ১১০০ বছর ধরে বিশ্ব ব্রহ্মান্ডকে রক্ষা করছেন একাই। পাহাড়ের মাথায় এত উঁচুতে কীভাবে পুজো দেওয়া হয়? ব্যবসায় লাভের মুখ দেখতে হলে একবারটি পুজো দিয়ে আসুন এই মন্দিরে ।পাহাড়ের উপর এই মন্দিরে পৌঁছনো অত সহজ নয়। ছত্তিসগড়ের দান্তেওয়াড়া জেলার জঙ্গল ঘেরা পাহাড়ের উপরে অধিষ্ঠিত রয়েছেন সিদ্ধিদাতা গণেশ। মহামায়ার এই পুত্র দান্তেওয়াড়ার ঢোলকার পাহাড়ের চুড়ায় বসে রয়েছেন ১১০০ বছরেরও বেশি সময় ধরে।এই মন্দিরে দর্শন সারলে আপনার জীবন সার্থক। ব্যবসায় লাভের মুখ দেখবেন। সঙ্গে ঘরে থাকবে সুখ-শান্তি। আর আপনি যদি সশরীরে প্রণাম জানাতে চান তাই এখটু কষ্ট করে এই মন্দির খেকে ঘুরে আসুন।