NRS কাণ্ডের প্রতিবাদে আজ হতে চলেছে লালবাজার অভিযান, অবরুদ্ধ হতে চলেছে শহর কলকাতা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : NRS কাণ্ডের প্রতিবাদে আজ দুপুরে লালবাজার অভিযানএ নামতে চলেছে রাজ্য বিজেপি৷ অন্যদিকে জারি থাকবে সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকদের কর্মবিরতি৷ বন্ধ থাকবে আউটডোর৷ যার জেরে দফায় দফায় রাস্তা অবরোধ করে রেখেছে রোগীর পরিবারের লোকজনরা ৷ এসএসকেএম থেকে কলকাতা মেডিক্যালের বাইরে৷ সর্বত্রই একই ছবি নজরে পড়েছে ৷ ফলে আজ আর কিছুক্ষণের মধ্যেই অবরুদ্ধ হতে চলেছে মধ্য কলকাতা৷
বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে আজ লালবাজার অভিযানে নামবে রাজ্য বিজেপি।বুধবার শহরের রাস্তায় মিছিলের ডাক দিয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।দুপুর ১২টায় ওয়েলিংটন থেকে শুরু হবে মিছিল৷ ভোটের অঙ্কে রাজ্যে উত্থান হয়েছে গেরুয়া শিবিরের৷ তারপর এদিনই প্রথম সংগঠিত আকারে মিছিল করবে তারা৷ শক্তির প্রদর্শন করবে পদ্ম শিবিরও ৷

রাজ্য বিজেপির পক্ষ জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত দলের ১৮ জন সাংসদই এদিনের লালবাজার অভিযানে হাজির থাকবেন৷ সূত্রের পাওয়া খবর, প্রায় লক্ষাধিক কর্মী, সমর্থককে হাজির করা হবে এদিনের অভিযানে৷ মিছিল আসবে হাওড়া, শিয়ালদহ থেকেও ৷ ফলে শহরের উপর এমনিতেই চাপ বাড়বে৷ রাস্তায় মোতায়েন থাকবে প্রায় সাড়ে তিন হাজার পুলিশ৷ কলকাতা পুলিশের পক্ষ থেকে অভিযানের সময় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে৷ গতি শ্লথ হবে শহরের ট্রাফিকেরও ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *