সেক্টর ফাইভের প্রস্তুতিতে ফাঁক যাত্রার প্রথম দিনেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বেশ কিছু ফাঁক-ফোকর সামনে এল শিয়ালদহ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রী পরিষেবা খুলে দেওয়ার প্রথম দিনেই । বৃহস্পতিবার যাত্রীদের ভিড় হতে পারে ধরে নিয়ে দুই শিফটে শিয়ালদহ স্টেশনে মাত্র ১৮ জন কর্মী নিয়েও যে প্রস্তুতি ছিল, প্রান্তিক স্টেশন সেক্টর ফাইভে তার নামমাত্র চোখে পড়েনি । ফলে প্রথম দিনের পরীক্ষায় তৎপরতার নিরিখে শিয়ালদহ উতরে গেলেও সেক্টর ফাইভ ডাহা ফেল । ওই স্টেশন নজির হয়ে থাকল সারা দিনে কাউন্টারের বাইরে উপচে পড়া ভিড়, সন্ধ্যায় টোকেন পাওয়ার জন্য যাত্রীদের আকুতি-চেঁচামেচি মিলে খারাপ ব্যবস্থাপনার।

কিন্তু কেন এতটা অপ্রস্তুতির ছবি? মেট্রো সূত্রের খবর, এত দিন ফুলবাগান স্টেশন থেকে সারা দিনে যত সংখ্যক যাত্রী ইস্ট-ওয়েস্টে যাতায়াত করতেন, এ দিন ওই মেট্রোয় সফর করেছেন তার প্রায় দশ গুণ বেশি যাত্রী। মেট্রো সূত্রের খবর, যেখানে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাতায়াত করতেন দৈনিক গড়ে তিন হাজার যাত্রী, দিনের শেষ খবর পাওয়া পর্যন্ত এ দিন সেখানে ওই মেট্রোপথে সফর করেছেন ৩১ হাজারেরও বেশি যাত্রী। এঁদের বড় অংশই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের মধ্যে সফর করেছেন । আগে অনেকেই ‘কিউ আর’ কোড ব্যবহার করে টিকিট কাটতেন। এত দিন ওই স্টেশনেই সব চেয়ে বেশি কিউ আর কোড ব্যবহার হয়েছে। ফলে ভিড় কতটা বাড়তে পারে,মেট্রোর কর্মীদের মধ্যে ছিল না তার আগাম ধারণা । অভিযোগ, সল্টলেকের অফিসপাড়ার ভিড় করুণাময়ী স্টেশনে হাল্কা হয়ে যাবে, এমন মনোভাব থেকেই ওই স্টেশনের আধিকারিকেরা প্রস্তুতির পাশ দিয়ে হাঁটেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *