‘সোসাইটি’র শতাধিক বাসিন্দা অসুস্থ শুধু জল খেয়েই, একে একে হাসপাতালে ভর্তি হল শিশুরাও
বেস্ট কলকাতা নিউজ : কেউ অফিস থেকে বাড়ি ফিরে অসুস্থ তো কেউ স্কুল থেকে ফেরার পর। গোটা অ্যাপার্টমেন্ট জুড়ে প্রত্যেকের পরিবারেই একই পরিস্থিতি! প্রথমটায় কেউ ধরতে পারেনি বিষয়টা। তারপর দেখা যায়, একে একে সব বাসিন্দারই একই অবস্থা। সোমবার বিকেল থেকেই গ্রেটার নয়ডার ইকো ভিলেজ-২ সোসাইটিতে রীতিমতে চাঞ্চল্য ছড়িয়েছে। সকাল পর্যন্ত অন্তত ২০০ জন বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে রয়েছে শিশুও। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তিও করা হয়।
বাসিন্দারা বলছেন, সোসাইটির ট্যাঙ্ক থেকে সরবরাহ করা জল খেয়েই অসুস্থ হয়ে পড়েছেন তাঁরা। চিকিৎসকরা প্রয়োজন বুঝে অনেককে ভর্তি করেছেন, কয়েকজনকে প্রয়োজনীয় ওষুধ দিয়ে এবং সতর্ক থাকার নির্দেশ দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। চিকিৎসকদের মতে, দূষিত জলের কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে।
সোসাইটির বাসিন্দাদের বক্তব্য, দু’দিন আগে এখানকার ট্যাঙ্ক পরিষ্কার করা হয়। এর জন্য রাসায়নিক ব্যবহার করা হলেও ট্যাঙ্কে রাখা রাসায়নিক পুরোপুরি পরিষ্কার না করেই এই ট্যাঙ্কে জল ভরা হয়েছে বলে অভিযোগ। সেই জলই বাড়িতে সরবরাহ করা হয়। সেটা খাওয়ার পরই অনেকে অসুস্থ হতে শুরু করে। মাত্র আধ ঘণ্টার মধ্যেই ক্লিনিকে কার্যত ভিড় জমে যায়। সব রোগীকে ঠিকমতো পরীক্ষা করতে মধ্যরাত হয়ে যায়।
জানা গিয়েছে, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে চার শিশুর অবস্থা আশঙ্কাজনক। যারা অসুস্থ, তাদের মধ্যে বেশিরভাগই বমির উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছে। কেউ কেউ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। উপসর্গ অনুযায়ী চিকিৎসা শুরু করা হয়েছে। এই পরিস্থিতিতে যারা সুস্থ আছে, তাদের ওই সরবরাহ জল খেতে নিষেধ করা হয়েছে। বোতলজাত জল কিনেই খাচ্ছে তারা। রান্নার কাজেও ব্যবহার করা হচ্ছে ওই বোতলজাত জল।