কেন্দ্রের বড়সড় পদক্ষেপ জ্বালানির মূল্যবৃদ্ধি রুখতে, খোলসা করলেন পীযুষ গোয়েল

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বর্তমানে পেট্রোল সেঞ্চুরি হাঁকিয়েছে দেশের প্রায় প্রতিটি রাজ্যেই। যার ফলে চরম নাভিশ্বাস ওঠার জোগাড় মধ্যবিত্তের। তাই এর থেকে মুক্তির জন্য কেন্দ্র সরকার নিল একটি অভিনব উদ্যোগ। শুরু থেকেই তাঁরা বেশি নজর দিয়ে আসছে অপ্রচলিত শক্তির দিকে। যার ফলে,আমাদের দেশে গত কয়েক বছরে ২৫০% বেড়েছে পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার। তার পাশাপাশি, আবহাওয়া পরিবর্তনের সূচকেও আমাদের ভারত রয়েছে বিশ্বের সেরা ১০ টি দেশের মধ্যে। অন্যদিকে ভারত প্রথম পাঁচটি দেশের মধ্যে বিরাজমান পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারেও। তাই কেন্দ্রের নতুন উদ্যোগ নেওয়ার ভাবনাও রয়েছে এক্ষেত্রে।

কী বললেন পীযূষ গোয়েল ? কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এও জানিয়েছেন, আরও বেশি ইথানলের মিশ্রণ ব্যবহার করা হবে পেট্রোলের দাম বৃদ্ধি রোখার উপায় হিসেবে। বর্তমানে ভারতে এক লিটার পেট্রোল মেশানো হয় প্রায় ৮.১% ইথানল। তবে ২০২৩-২৪ সাল অবধি তাদের সরকার এটিকে বাড়িয়ে ২০% করার পরিকল্পনা নিয়েছে। এক্ষেত্রে ২০৩০ অবধি সময়সীমা বেঁধে দেওয়া হলেও সেই সময়সীমা আরও কমিয়ে নিয়ে আসা হয়েছে বর্তমান বাজারে পেট্রোলের মূল্যবৃদ্ধির জেরে। তাই এই মুহূর্তে সমস্যার সমাধান মিলতে পারে আরো কিছুদিন অপেক্ষার পর। এমনটাই মনে করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *