স্বর্ণ ব্যবসায়ীর গাড়ি গুলি করে আটকে ছিনতাই হলো ১১৫০ গ্রাম সোনার গহনা, উদ্ধার করলো চাপড়া থানার পুলিশ
বেস্ট কলকাতা নিউজ : আবার ও বড়সড় ছিনতাইয়ের ঘটনা ঘটে গেল নদিয়ার চাপড়ায় এলাকায় এবং ঘন্টা খানেকের প্রচেষ্টায় চাপড়া থানার পুলিশ উদ্ধারও করে ফেলল ছিনতাই হওয়া মালও। জানা গেছে নৈহাটির বাসিন্দা রাজু ঘোষ মাসখানেক ধরে সোনার গহনার পাইকারি ব্যবসা করেন। ব্যাক্তিগত গাড়ি ভাড়া করে তিনি নদিয়ার করিমপুর, তেহট্ট, চাপড়া সহ বিভিন্ন এলাকার দোকানগুলিতে পাইকারি সোনার গহনার সরবরাহ করতেন পুরনো গহনা অথবা নগদ অর্থের বিনিময়ে। রাজু ঘোষ আরও জানান, মঙ্গলবার একইভাবে বিভিন্ন দোকান থেকে বাড়ি ফিরছিলেন নতুন গহনার বদলে প্রায় ১১৫০ গ্রাম সোনার পুরনো গহনা নিয়ে । সঙ্গে ছিলেন তার এক বন্ধুও । সন্ধ্যা ৭:১৫ নাগাদ গাড়ি নিয়ে চাপড়ার ন,মাইলের কাছে পৌঁছাতে না পৌঁছাতেই তাদের পথ আটকায় আট থেকে দশ জনএর সশস্ত্র ছিনতাইকারীর একটি দল । চালক গাড়ি চালিয়ে চলে যেতে চাইলে দুষ্কৃতীরা বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। একটি গুলি গাড়ির কাঁচ ভেদ করে চলে যায়। বাধ্য হয়েই গাড়ি থামিয়ে দেন চালক।
এরপর দুষ্কৃতীরা লুঠপাট চালাতে থাকে গাড়ি ঘিরে ধরে। বাধা দিলে কপালে বন্দুক ঠেকিয়ে রাস্তার পাশের চাষের জমিতে নিয়ে যায় তাদের কে। এরপর গহনা ভর্তি থলে ছিনতাই করে বাইকে চড়ে চম্পট দেয় তারা। গাড়ির চালকেও সঙ্গে করে নিয়ে যায় তারা ।খবর পেয়েই চাপড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেনা । ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সহ উচ্চ পদস্থ পুলিশ কর্তারাও । তারা সমগ্র এলাকা সরজমিনে ঘুরে দেখেন । শুরু হয় তদন্ত।ঘন্টাখানেকের প্রচেষ্টায় সাফল্য পায় চাপড়া থানার পুলিশ। সন্দেহভাজন দুষ্কৃতীদের খোঁজে এলাকা জুড়ে তল্লাশির পর উদ্ধার করা হয় ছিনতাই হওয়া গহনা। গ্রেফতার করা হয় ঘটনার সঙ্গে জড়িত হালিম সেখকে ।পুলিশ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। প্রাথমিক ভাবে চালককে অপহরণ করা হয়েছে বলে মনে করা হলেও জানা গেছে তিনি পালিয়ে যেতে সমর্থ হয়েছেন।