স্বাস্থ্যবিধি শিকেয় তুলে রুজির টানে ট্রেনসওয়ারি,শিয়ালদহে স্যানিটাইজার ও মাস্ক বিলি স্টেশনের বাইরে
বেস্ট কলকাতা নিউজ : একে একে ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হাৰবোৰ লোকাল স্টেশনে ঢুকছে প্রায় সকাল থেকেই। শহরতলী থেকে আসা হাজারো মানুষ স্টেশন ছেড়ে বেরোচ্ছেন এমনকি হনহনিয়ে ।এ রাজ্যে লোকাল ট্রেন খুলেছে প্রায় সাড়ে সাত মাসের ব্যবধানে ।প্রতিটি ট্রেনেই উপচে পড়া ভিড় নজরে পরে একরকম প্রথম দিন থেকেই। অহরহ চলছে এমনকি প্ল্যাটফর্মে বা স্টেশনের বাইরে প্রশাসনের পক্ষ থেকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে যাতায়াতের ঘোষণাও। কিন্তু রুজির টানে, সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানোর তাগিদে সেই সব আর সব সময়ে মেনে চলা যাচ্ছে কই! এমনকি হুড়মুড়িয়ে গন্তব্যে পৌঁছনোর তাড়া শহরতলীর স্টেশন থেকে যাত্রী বোঝাই ট্রেন মহানগরীর প্ল্যাটফর্ম ছুঁলেই। স্বাস্থ্যবিধি শিকেয় উঠেছে অধিকাংশ ক্ষেত্রেই।
অশোক চক্রবর্তী শিয়ালদহ স্টেশনে বিশেষ সহায়তা শিবির করেছেন শহরতলী থেকে কলকাতায় আসা এই মানুষগুলোর জন্যই। দু’ফোঁটা স্যানিটাইজার ঢেলে দিচ্ছেন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসা মানুষগুলোর হাতে,আর যাদের কাছে কোনো মাস্ক নেই, একটি করে মাস্কও তুলে দিচ্ছেন এমনকি তাদের হাতে। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল। মধ্য কলকাতার তালতলার অশোক চক্রবর্তী পাড়ার ছেলেদের নিয়ে এভাবেই পরে রয়েছেন শিয়ালদহ স্টেশন চত্বরে।