অবশেষে স্কুল সার্ভিস কমিশন ববিতাকে শিক্ষিকার নিয়োগপত্র তুলে দিল হাইকোর্টের নির্দেশে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আগেই জয় পেয়েছিলেন আদালতে ৷ এবার ববিতা সরকার হাতে পেলেন সরকারি স্কুলে চাকরির নিয়োগপত্র৷ হাইকোর্টের নির্দেশে সোমবার স্কুল সার্ভিস কমিশন ববিতাকে শিক্ষিকার নিয়োগপত্র তুলে দিল৷ এদিন তিনি আসেন সল্টলেকের আচার্য সদনে৷ ববিতা যোগ দিতে চান মেখলিগঞ্জ ইন্দিরা গার্লস হাইস্কুলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে৷ জানা গিয়েছে, তাঁকে ওই স্কুলে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে৷ আদালতের নির্দেশ মোতাবেক, ববিতাকে স্কুলের চাকরিতে যোগদান করতে হবে আগামী ১০ জুলাইয়ের মধ্যে৷

উল্লেখ্য, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে নিয়মবর্হিভূতভাবে ওই চাকরি দেওয়া হয়েছিল ববিতার জায়গায়৷ তাসত্ত্বেও ববিতা আদালতে মামলা করেন অঙ্কিতার নিয়োগের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে ৷ সেই মামলাতে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেন অঙ্কিতাকে ৷ পাশাপাশি দুটো কিস্তিতে জমা দিতে বলেন বেতনের পুরো টাকা ৷ আদালতের নির্দেশের পরই অঙ্কিতা প্রথম কিস্তির টাকা জমা দেন৷ সেই টাকা জমা পড়বে ববিতার অ্যাকাউন্টে৷ পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনকে আদালত নির্দেশ দিয়েছিল, ৩০ জুনের মধ্যে ববিতাকে নিয়োগপত্র দিতে হবে৷ সেই সময়সীমা শেষ হওয়ার তিনদিন আগেই স্কুল সার্ভিস কমিশন নিয়োগপত্র তুলে দিল ববিতার হাতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *