স্মার্ট সিটি নিউটাউনে মনোরোল চালু হতে চলেছে যানযট রুখতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার থেকে মনোরেল চালু হতে চলেছে কলকাতার উপনগরী নিউটাউনে। হিডকো -র উদ্যোগে নতুন এক পালক যুক্ত হবে অত্যাধুনিক স্মার্ট সিটির মুকুটে । জানা গেছে, মনোরেল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে নিউটাউনে যানজটের সমস্যা মেটাতে। মূলত হিডকো এই অভিনব উদ্যোগ নিচ্ছে ব্যস্ত সময় রাজারহাট-নিউটাউনে ট্রাফিকের চাপ মুক্তি করতে । হিডকো সূত্রে আরও জানা গিয়েছে, স্মার্ট সিটি নিউটাউনে এবার গড়ে উঠতে পারে লাইট রেল ট্রানসিট সিস্টেম। যা, অনেকটা মনোরেলের মতোই। হিডকো এই মনোরেল চালানোর প্রস্তাব দিয়েছে নিউটাউন অ্যাকশন এরিয়া-৩ থেকে বিশ্ব বাংলা গেট ক্রসিং পর্যন্ত । শুধু তাই নয়, নিউটাউনের এই মনোরেল যুক্ত হতে পারে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন অর্থাত্‍ ইস্ট-ওয়েস্টের সল্টলেক রুটের সঙ্গেও। মনোরেল ছুটতে পারে অ্যাকশন এরিয়া-১ এবং অ্যাকশন এরিয়া-২-এর উপর দিয়ে। এই মনোরেলের লাইন চলে যাবে এমনকি সল্টলেক মেট্রো পর্যন্ত। হিডকোর এই বিশেষ উদ্যোগে খুশি এলাকাবাসীও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *