‘স্যর, তিন বার বিয়ে ভেঙেছে, এ বার পাশ করিয়ে দিন’! অদ্ভুত আবেদন উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : উত্তরপ্রদেশের শিক্ষকদের চরম নাজেহাল অবস্থা তৈরি হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখতে গিয়ে। কারন খাতায় কোনো সঠিক উত্তর নেই। তবে লেখা রয়েছে একাধিক আবদার। চোখ কপালে উঠেছে রীতিমত যা দেখে। এক পরীক্ষার্থী লিখেছেন, ‘গুরুজি, আমার বিয়ে ভেস্তে গিয়েছে তিন তিন বার। অনেক কষ্ট করে একটা সম্বন্ধ ঠিক করেছে আমার পরিবার। কিন্তু পাত্র শর্ত রেখেছে, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করলে তবেই বিয়ে করবে আমাকে। মা-বাবা খুব দুশ্চিন্তায় আছেন আমার বিয়ে নিয়ে। দয়া করে পরীক্ষায় পাশ করিয়ে দিন। যাতে বিয়েটা হয়ে যায়!’ এদিকে পরীক্ষকরাও একরকম স্তম্ভিত হয়ে যান পরীক্ষার খাতায় ছাত্রীর এমন আবেদনে ।

আরও এক পরীক্ষার্থী আবার এও লিখেছেন, অবশেষে তাঁর বিয়ে হয়েছে অনেক সম্বন্ধ দেখার পর। শ্বশুরবাড়ির লোকেরা চান তিনি আরও পড়াশোনা করুন। কিন্তু তাঁর খুব একটা মনে থাকে না পড়াশোনার বিষয়। তাই পরীক্ষকের কাছে অনুরোধ, ‘এ বার পাশ করিয়ে দিন, যাতে আমার শ্বশুরবাড়িতে সম্মান থাকে।’ তবে শুধু এই ধরনের আর্জিই নয়, খাতার ভিতর থেকে ১০০, ২০০ এমনকি ৫০০ টাকার নোটও পাওয়া গিয়েছে বলে অভিযোগ। কেউ সেলোটেপ দিয়ে, কেউ সুতো দিয়ে সেই টাকা খাতার ভিতরে বেঁধে দিয়েছেন, যাতে পরীক্ষকের নজরে পড়ে উত্তরপত্র খুলতেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *