হঠাৎ নামলো বৃষ্টি কিছুটা হলেও স্বস্তিতে শিলিগুড়ির মানুষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সকাল থেকেই মেঘে ঢাকা ছিল শিলিগুড়ি। প্রচন্ড ভ্যাপসা গরম এবং ভাপসা সা আবহাওয়ায় নাকাল হয়ে পড়ছিলেন শিলিগুড়ির মানুষ। তাপমাত্রা এত বেড়ে গিয়েছিল অস্থির হয়ে ঠান্ডা পানি ও এবং ডাবের জলের উপরেই নির্ভর করে থাকছিলেন তারা। তবে এদিন সকাল থেকেই মেঘে ঢাকা শিলিগুড়িতে ঝমঝম করে বৃষ্টি নামলো। আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী বেশ কয়েকদিন ধরেই শিলিগুড়িতে হালকা থেকে ভারী এবং বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে এদিন বৃষ্টির পরেও একটুও কমেনি তাপমাত্রা। একই রকম ভ্যাপসা গরম আছে বলে মনে করছেন সাধারণ মানুষ থেকে পথচারীরা।

সাধারণত শিলিগুড়িতে এই সময় শ্রাবণ মাসে বৃষ্টি ভারী থেকে অতি ভারী। কিন্তু এইবার আগেই বৃষ্টি হয়ে যাওয়ায় গরম বাড়বে জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। তাপমাত্রা বাড়তে বাড়তে ৩৯ থেকে ৪১ ডিগ্রিতে চলে যাওয়ায় রাস্তা দিয়ে চলতেই অসুবিধা হচ্ছিল পথচারীদের। গোটা শিলিগুড়িতেই আবহাওয়ার তারতম্যের জন্য এবার অস্বস্তি এবং অশান্তিতে পড়েছেন মানুষ। এমনকি রাতের বেলা ও তাপমাত্রা ৩৫ ডিগ্রীর উপরে থাকতে দেখা গেছে। তবে আজ সকাল থেকে বৃষ্টি আরম্ভ হওয়ায় অনেকটা নিশ্চিন্ত হলেন শহর শিলিগুড়ির মানুষ। শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়ি তো এদিন বৃষ্টি হয়েছে মাঝারি ধরনের এবং তাপমাত্রা কমে গেছে অনেকটাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *