হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল বিশ্বভারতীতে ভাঙচুরের ঘটনায়
বেস্ট কলকাতা নিউজ : কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের মতো ঘটনায়। বহিরাগতরা কীভাবে ভিতরে ঢুকে ভাঙচুর চালাল ? হাইকোর্টের নজরদারিতে তারই তদন্ত চেয়ে আবেদন জানানো হয়েছে এই মামলায়। এই মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টেরই এক আইনজীবী রমাপ্রসাদ সরকার। তাঁর আরো দাবি, কীভাবে বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল ও পাঁচিল ভেঙে দিলো, সেই বিষয়ে তদন্তের জন্য একটা বিশেষ কমিটি গঠন করা হোক কলকাতা হাইকোর্টের নির্দেশে। কমিটি খতিয়ে দেখুক সেই দিন ঠিক কী কী হয়েছিল।
মামলাকারীর আরও বক্তব্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অশান্তির ঘটনা যখন ঘটেছিল তখন পুলিশ পিকেটিং সহ অন্যান্য নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে। বিশ্বভারতীর মতো নামী বিশ্ববিদ্যালয়ে কীভাবে বহিরাগতরা ঢুকে ভাঙচুর চালাল, মামলাকারী সেই প্রশ্ন তুলে এমনকি প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়েও। বিশ্বভারতী কর্তৃপক্ষের আরও দাবি পৌষ মেলার মাঠে পাঁচিল তোলা হচ্ছিল পরিবেশ আদালতের নির্দেশ মেনেই।কিন্তু অভিযোগ উঠেছে স্থানীয়রা গিয়ে জোর করে সেই পাঁচিল ভেঙে দেয় বলে। এর পরেই ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতী চত্বর।