১০৫ কোটির হেরোইন সহ শহর কলকাতায় গ্রেপ্তার হল ২ জন
বেস্ট কলকাতা নিউজ : আবারও বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। ‘ তাঁরা এক রকমে ব্যর্থ করে দিল মাদকের সবথেকে বড় ‘কনসাইনমেন্ট’। STF ১০৫ কোটি টাকার নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে সোমবার মাঝরাতে।এই মাদক উদ্ধারএর ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে।জানা গিয়েছে, উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ২৫ কেজিরও বেশি। এই বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার করা হয়েছে ভিন রাজ্যের দুই মাদক কারবারিকে। তাদের মধ্যে একজন মণিপুরের এবং অন্যজন উত্তরপ্রদেশের বাসিন্দা বলে খবর এস টি এফ সূত্রে। ধৃতদের নাম মৌলানা ফৈয়াজ়উদ্দিন এবং জু়বের। বছর চল্লিশের জ়ুবের উত্তরপ্রদেশের বাহরাইচের বাসিন্দা। পেশায় হকার। এর পাশাপাশি কাজ করে মাদক পাচারকারী হিসেবেও। অন্যদিকে মণিপুরের কাকচিংয়ের বাসিন্দা ফৈয়াজউদ্দিন আদতে যুক্ত কৃষিকাজ এর সঙ্গে ।
কলকাতায় হাত বদল হবে বড়সড় মাদকের, গোপন সূত্রে সেই খবরই জানতে পারে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের সন্ত্রাসদমন শাখা। । নজর রাখা হচ্ছিল সেই সূত্র ধরেও। পরে গোয়েন্দারা জানতে পারেন যে পাইকপাড়ায় সেই হাত বদল হবে সোমবার রাতেই । সেইমতো তাঁরা ফাঁদ পাতেন। সাম্প্রতিককালে এটিই উত্তর-পূর্ব ভারতের সবথেকে বড় মাদকের ‘কনসাইনমেন্ট’ ৷