১৫-র নাবালক গাড়ি নিয়ে পিষে দিল খেলায় মগ্ন ২ বছরের খুদেকে! খুশির ঈদেই চরম মর্মান্তিক ঘটনা ঘটে গেলো রাজধানী দিল্লিতে
বেস্ট কলকাতা নিউজ : খুশির ঈদে ঘটে গেলো চরম মর্মান্তিক এক দুর্ঘটনা। নাবালকের গাড়ির তলায় পিষে মৃত্য়ু হল ২ বছরের শিশুর! গাড়ি চালাচ্ছিল ১৫ বছরের এক কিশোর! সেইসময় খেলতে খেলতে রাস্তায় চলে এসেছিল ওই একরত্তি ওই শিশু। নাবালক গাড়ির নিয়ন্ত্রণ রাখতে না পেরে অবশেষে পিষে দেয় খেলায় মগ্ন থাকা ওই শিশুকে।

মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে দিল্লিতে। খুশির ঈদের সময় মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ পরিবার। কিন্তু প্রশ্ন উঠেছে, একজন নাবালক কী করে গাড়ি চালানোর অনুমতি পেল, তা নিয়ে। খেলতে খেলতে ২ বছরের ওই শিশু রাস্তায় চলে এসেছিল, আর তখনই প্রতিবেশী বাড়ির ১৫ বছরের ছেলে গাড়ি চালাচ্ছিল। আর সেই সময়ই ঘটে চরম দুর্ঘটনা।এদিকে সিসিটিভি ক্যামেরার ভয়ংকর ফুটেজে দেখা যায়, গাড়িটি ধীরে ধীরে এগিয়ে আসছে। ওই একরত্তি শিশুর থেকে এক মিটার দূরে গাড়িটি একবার থামায় ওই কিশোর। তারপর আবার গাড়িটি চলতে শুরু করে। ওই কিশোর বুঝতেও পারে না যে, রাস্তায় শিশুটি খেলছে। আর তারপরই গাড়ির সামনের দিকের বাঁদিকে চাকার নীচে পিষ্ট হয়ে যায় ওই শিশু। সঙ্গে সঙ্গেই ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় অভিযোগ দায়ের করে ওই শিশুর পরিবার। অবশেষে পুলিস অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে।