৬২ হাজার সংক্রমণ ছাড়াল শুধু শহর কলকাতাতেই , ৭৬৫ জন ফের আক্রান্ত হল ১ দিনেই
বেস্ট কলকাতা নিউজ : শহরে ফের সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে৷ এমনকি শহর কলকাতাও রয়েছে জেলা ভিত্তিক সংক্রমণের তালিকার শীর্ষস্থানে৷ তা স্বত্বেও করোনা বিধি না মানার প্রবণতা দেখা যাচ্ছ শহরবাসীর একাংশের মধ্যে৷ পিছিয়ে নেই এমনকি মৃত্যুতেও, শহর কলকাতা প্রথম স্থান ধরে রেখেছে সেই তালিকাতেও৷
বৃহস্পতিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে ১১ জনের মৃত্যু হয়েছে শহর কলকাতায়৷ বুধবার সংখ্যাটা ছিল ১৮ জনে৷ সব মিলিয়ে করোনায় কলকাতায় মোট মৃত্যু হয়েছে ১,৮২৮ জন৷ গত ২৪ ঘন্টায় ফের নতুন করে ৭৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন শহর কলকাতায়৷ বুধবার যেখানে ছিল ৭৫৮ জন৷ এই সংখ্যাটা একসময় নেমে এসেছিল সাড়ে পাঁচশত তে৷ কিন্তু পুজোর মুখে সেই সংখ্যাটা বাড়তে বাড়তে ফের পৌঁছেছে ৮০০ এর কাছাকাছি৷ সব মিলিয়ে এই পর্যন্ত শহরে মোট করোনা আক্রান্ত হল ৬২ হাজার ১৩১ জন৷ শহরে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও ৬ হাজার ছাড়াল ক্রমশ বাড়তে বাড়তে৷