৬ কিলোমিটার হেঁটে হাসপাতালে সাপের কামড়ে অসুস্থ শিশুকে নিয়ে , মাঝপথেই মৃত্যু হল খুদের
বেস্ট কলকাতা নিউজ : ১৮ মাসের শিশুকন্যাকে সাপে কামড়েছে। পরিবারের লোকেরা শিশুটিকে তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে নিয়ে হাসপাতালে রওনা দিলেও রাস্তা প্রচণ্ড খারাপ। ফলে মাঝপথেই থেমে যায় অ্যাম্বুলেন্স। তারপর ৬ কিলোমিটার হেঁটে শিশুটিকে নিয়ে যেতে হয়। কিন্তু, ততক্ষণে সাপের বিষ ছোট্ট শিশুটির গোটা শরীরে ছড়িয়ে যায়। ফলে হাসপাতালে যাওয়ার আগে মাঝপথেই মৃত্যু হয় খুদের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভেলোর জেলায়। পরিবারের বক্তব্য, যদি রাস্তা ঠিক থাকত এবং হাসপাতাল পর্যন্ত অ্যাম্বুলেন্স যেতে পারত, তাহলে শিশুটি বেঁচে যেত।
জানা গিয়েছে, মৃত শিশুটি ভেলোর জেলার ধানুশকা গ্রামের বাসিন্দা ছিল। ধানুশকা গ্রাম থেকে হাসপাতালের দূরত্ব যথেষ্ট। অথচ রাস্তা এতটাই খারাপ যে অ্যাম্বুলেন্স বা অন্য কোনও গাড়ি যাওয়া সম্ভব নয়। ফলে হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই। সাপে কামড়ানো ১৮ মাসের শিশুকন্যাটিকে নিয়ে হেঁটে ৬ কিলোমিটার যেতে গিয়েই মর্মান্তিক পরিণতি ঘটে। যদি রাস্তা ঠিক থাকত, তাহলে যথাসময়ে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হত এবং সঠিক সময় চিকিৎসা পেলে শিশুটি বেঁচে যেত বলে তার পরিবারের দাবি।