৭ জওয়ানের মর্মান্তিক পরিণতি অরুণাচলে ! প্রাণ হারালেন তুষার ধসে চাপা পড়ে
বেস্ট কলকাতা নিউজ : ভারতীয় সেনাবাহিনীর সাত জওয়ান প্রকৃতির রোষানলে পড়ে প্রাণ হারালেন দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায়। ধসে চাপা পড়েছিলেন ওই জওয়ানরা। শেষমেশ সেনাবাহিনীর তরফে জানানো হয় মৃত্যু হয়েছে তাঁদের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশে। দেহগুলো নিয়ে আসা হয় এমনকি স্থানীয় সেনা ছাউনিতেও।
এদিকে সেনাবাহিনী সূত্রে জানা যায় , ভারতীয় সেনার ওই জওয়ানরা প্রবল তুষারধসের মুখে পড়েছিলেন অরুণাচলের কামেঙ সেক্টরের উঁচু এলাকায়। ওই এলাকায় দুর্যোগ চলছিল বেশ কয়েক দিন ধরেই। চলছিল প্রচুর পরিমানে তুষারপাতও। সেখানেই ভারতীয় জওয়ানরা নিখোঁজ হয়ে যান । প্রবল তুষারপাত শুরু হয় টহলদারি চালানোর সময়। তাঁদের খোঁজ মিলছিল না এরপর থেকেই । এর পরপরই ব্যাপক তল্লাশি শুরু হয় ওই সেনাদের খোঁজে। আকাশপথেও তল্লাশি চালানো হয় নিখোঁজ জওয়ানদের সন্ধানে। কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে সেনার তরফে জানানো হয়, উদ্ধার করা হয়েছে সাত জনের দেহ। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, তার উচ্চতা সাড়ে ১৪ হাজার ফুট।অরুণাচল প্রদেশের ওই এলাকায় লাগাতার তুষারপাত চলছিল গত কয়েকদিন ধরে। চিন সীমান্তের কাছেই অবস্থিত ওই এলাকা।