প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তা পাঠালেন এ দেশের ‘প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়ান দিবসে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দেখতে দেখতে একটি বছর পেরিয়ে গেল । ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রয়াত হন ২০২০ সালের ৩১ অগস্ট। ছয় দশকব্যাপী ছিল প্রণব মুখোপাধ্যায়ের রাজনৈতিক কর্মজীবন। তিনি বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছিলেন ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রীরও। ৮৪ বছর বয়সে থেমে যায় তার জীবনের সব লড়াই। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় শেষমেশ হার মানতে বাধ্য হন কয়েকদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর। কেন্দ্রের তরফ থেকে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে। ১ বছর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ৩১ অগস্ট শোকবার্তা দেন তার প্রয়াণ দিবসে।

এদিন শোকবার্তা দিতে গিয়ে কাঁপা কাঁপা গলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দাদা (প্রণব মুখোপাধ্যায়) নেই একবছর হয়ে গেল,ভাবতেই দুঃখ হয়। কখনও বিস্মৃত হওয়ার নয় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে একজন রাজনীতিবিদ ও আমাদের পরম সুহৃদ হিসেবে প্রণব মুখোপাধ্যায়র অনন্য অবদান। আমি সবসময় মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান স্মরণ করি শ্রদ্ধার সঙ্গে ।উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাঁর মূল্যবান অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৩ সালে প্রণব মুখোপাধ্যায়কে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’-য় ভূষিত করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *