৮ করোনা রোগী জীবন্ত পুড়ে মৃত করোনা হাসপাতালে , মোদি শোকপ্রকাশ করলেন গুজরাতের ঘটনায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আহমেদাবাদের একটি বেসরকারি করোনা হসাপাতালে জীবন্ত দগ্ধ হয়ে মারা গেলেন ৮ জন করোনা রোগী । হাসপাতালের আইসিইউ-তে ওই অগ্নি কান্ড ২০১১ সালের কলকাতার আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডের স্মৃতিকেই যেন ফের মনে করিয়ে দিল। আহমেদাবাদের করোনা হাসপাতালে এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

আহমেদাবাদের নবরঙ্গপুরা এলাকায় ওই বেসরকারি হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে আগুন লাগে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টে নাগাদ। আরও জানা যাচ্ছে, আগুন লেগেছে শর্টসার্কিট থেকেই। অগ্নিদগ্ধ হয়ে মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন মহিলা বলেও হাসপাতাল সূত্রে জানা গেছে। এঁরা প্রত্যেকেই আইসিইউ-তে চিকিত্‍সাধীন ছিলেন করোনা সংক্রমণ নিয়ে। এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে ৩৫ জন রোগীকে। তাঁদের পাঠানো হয়েছে সরকারি হাসপাতালে।ঘটনার পরে প্রধানমন্ত্রী কথা বলেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ও আহমেদাবাদের মেয়র বৈজল প্যাটেলের সঙ্গেও। খোঁজ নিয়েছেন এমনকি পরিস্থিতি নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *