কোনও জন্মদিন নেই কলকাতার, নেই কোনও জন্মদাতাও , সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের গুগলকে নোটিস ভুল তথ্যের জন্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বিভ্রাট এখনো অব্যাহত কলকাতার জন্মদিন নিয়ে। ২৪ অগাস্টের দিনে এসে শহরের জন্মদিন নিয়ে বিভ্রান্তি শুরু হয় প্রায় প্রতিবছরই। কারণ গুগলে ২৪ অগাস্ট ১৬৯০ তারিখটি দেখানো হয় ‘Birthday of Kolkata’, ‘Kolkata Birthday’ বা ‘কলকাতার জন্মদিন’ সার্চ করলেই। এই তথ্য যে ঠিক নয় সেটা এখন প্রায় সকলেরই জানা। তবে নেট দুনিয়ায় এই ভুল থাকলে মোটেই তা ভালো কথা নয়। কারণ সারা বিশ্বেই তাহলে ছড়াবে ভুল খবরই।সম্প্রতি সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ গুগলকে আইনি নোটিসও পাঠিয়েছে এই ভুল সংশোধন করার জন্য।

সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের তরফ থেকে ওই পরিবারের ৩৬তম উত্তরপুরুষ আইনজীবী স্মরজিত্‍ রায়চৌধুরী ওই নোটিস পাঠিয়েছেন। সাড়া না মিললে তিনি ১০ কোটি টাকা মানহানির মামালা করার কথাও বলেছেন। সাবর্ন রায়চৌধুরী পরিবারের পরিচিতি মূলত কলিকাতা, সুতানুটি এবং গোবিন্দপুর এই তিনটি গ্রামের একসময়ের জমিদার হিসেবেই। ওই নোটিসে উল্লেখ করা হয়েছে এমনকি কলকাতা হাইকোর্টের রায়ের। উল্লেখ্য ,২০০৩ সালের ১৬ মার্চ তারিখে হাইকোর্ট তাদের রায়ে বলেন, কলকাতা শহরের কোনও জন্মতারিখ নেই, নেই কোনও প্রতিষ্ঠাতাও। তত্‍কালীন প্রধান বিচারপতিদের রায় অনুযায়ী বাতিল করে দেওয়া হয় কলকাতার জন্মতারিখ হিসাবে অভিহিত ১৬৯০ খ্রিস্টাব্দের ২৪ অগাস্ট তারিখটিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *