অবৈধ রেল টিকিটের ব্যবসা চলছিল রমরমিয়ে , অবশেষে গ্রেপ্তার হল অভিযুক্ত
বেস্ট কলকাতা নিউজ :অবৈধ রেল টিকিটের ব্যবসা চলছিল একরকম রমরমিয়েই। অবশেষে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে গোপন সূত্রে খবর পেয়ে । জানা গেছে ধূপগুড়ি খলাই গ্রাম সংলগ্ন মোরঙ্গা বাজারে রেল দপ্তরের লাইসেন্স নিয়ে ট্রেন টিকিটের ব্যবসা করতেন কোচবিহার জেলার ট্যাংরামারি গ্রামের বাসিন্দা রুপক শর্মা। এলাকায় তিনি পরিচিত ছিলেন বৈধ ব্যবসায়ী হিসেবেও । কিন্তু এর আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ রেল টিকিটের ব্যবসা চালাচ্ছিলেন ভুয়ো সফটওয়্যার ব্যবহার করে। জলপাইগুড়ি রোড স্টেশনের আর পি এফ আধিকারিকের কাছে রেল দপ্তরের সাইবার ক্রাইম বিভাগের পক্ষ থেকে খবর আসে ওই এলাকার পিন কোড থেকে অবৈধ সফটওয়ার ব্যবহার করে তত্কাল রেল টিকিট তৈরি করা হচ্ছে। খবর আসতেই তারা নড়েচড়ে বসেন।
ওই এলাকায় শুরু হয় ব্যাপক নজরদারি। বুধবার দুপুরে রেল পুলিশ আধিকারিকদের টিম ক্রেতা সেজে টোপ দেয়। এরপর রুপক শর্মা নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয় টিকিট ও অন্যান্য নথি সমেত। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একাধিক তত্কাল টিকিট ও বেশ কিছু পুরনো টিকিট ।