যেতে পারবেন না দিল্লিতে , হোক ভিডিও কনফারেন্স ; মলয় ঘটক এমনটাই জানাল ইডিকে
বেস্ট কলকাতা নিউজ : তাঁকে জিজ্ঞাসাবাদ করা হোক ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে। এত কম সময় তিনি দিল্লি গিয়ে হাজিরা দিতে পারবেন না বলে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক জানিয়ে দিলেন ইডিকে। মন্ত্রী মঙ্গলবার চিঠি দিয়ে ইডিকে জানান, তিনি এই মুহূর্তে হাজিরা দিতে পারবেন না দিল্লিতে গিয়ে। ইডির গোয়েন্দাদের তিনি এমনকি এও জানান, তাঁকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কবে জিজ্ঞাসাবাদ করা হবে সেটা যেন তাঁকে জানিয়ে দেওয়া হয়৷ মন্ত্রীর চিঠির পরিপ্রেক্ষিতে এখনই কোনও স্পষ্ট উত্তর দেওয়া হয়নি ইডি সূত্রে৷
সম্প্রতি কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে ইডির সদর দফতরে ডাকা হয় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককেও। তিনি ছাড়াও কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রীকেও । তাঁর স্ত্রী যেতে না পারলেও ইডি দফতরে গিয়ে হাজিরা দিয়েছেন অভিষেক৷