গোয়েন্দারা জোড়া খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পর্ণশ্রীতে ধৃতদের এনে
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ধৃত দুই অভিযুক্তকে নিয়ে গোটা ঘটনার পুননির্মাণ করল বেহালা পর্ণশ্রীতে মা ও ছেলের রহস্যমৃত্যুর ঘটনায়৷ খুনের দিন পুলিশ ঘটনাস্থল থেকে পায়নি মৃত কিশোর তমোজিৎ মণ্ডলের মোবাইল ফোনটি৷ পরবর্তী সময়ে তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে মৃত সুস্মিতা মণ্ডলের মাসতুতো দুই ভাই সঞ্জয় দাস ও সন্দীপ দাসকে৷ ওই দুই অভিযুক্তকে নিয়ে পর্ণশ্রীর আবাসনে যান গোয়েন্দারা ৷ সেখানে পুননির্মাণ করা হয় ওই দিনের পুরো ঘটনার৷
মূলত, জানতে চাওয়া হয়, অভিযুক্ত কোথায় লুকিয়ে রেখেছিল উধাও হওয়া মোবাইল ফোনটি ? জবাবে, তারা গোয়েন্দাদের জানায়, ঘটনাস্থলের পাশেই একটি ফাঁকা জায়গায় রেখে দেওয়া হয়েছে মোবাইলটি ব্যাটারি ও সিম খুলে৷ এর পর ওই জায়গায় গিয়ে গোয়েন্দারা উদ্ধার করেন তমোজিতের মোবাইলটি৷ এ বিষয় প্রশ্ন করা হয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মুরলিধর শর্মাকে ৷ তবে, তদন্তের স্বার্থে এখনই তিনি মুখ খুলতে রাজি হননি৷
গত রবিবার লালবাজারের গোয়েন্দা বিভাগ গ্রেফতার করে খুন হওয়া সুস্মিতা মণ্ডলের দুই মাসতুতো ভাইকে৷ এর পরেই গোয়েন্দারা তাদের সোমবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চায়৷ সেই মতোই তাদের ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷ পুলিশ সূত্রে খবর, ওইদিন রাতে বেহালা থেকে ফেরার দু’দিন পর বজবজে সঞ্জয়ের বাড়িতে দুই ভাই রীতিমতো উৎসব করেছিল৷ লালবাজার সূত্রে খবর, খুন করার কথা জেরার মুখে কবুল করার পরেই রবিবার দুপুরে গ্রেফতার করা হয় অভিযুক্তদের৷