মেয়াদ ফুরোনোর আগেই পদত্যাগ করলেন দেশের শীর্ষ ব্যাংকের ডেপুটি গভর্নর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মেয়াদ পূরণ হতে আর মাত্র ছয় মাস বাকি কিন্তু তার আগেই পদত্যাগ করলেন রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর বিরল আচার্য৷ তিনি ফিরে যেতে চলেছেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্টার্ন স্কুল অফ বিজনেস-এ৷ সেখানে তিনি অগস্ট মাসে যোগ দেবেন অর্থনীতির অধ্যাপকের পদে ৷বিজনেস স্টান্ডার্ড সূত্রে খবর গত ৬ জুন রিজার্ভ ব্যাংকের শেষ মনিটারি পলিসি কমিটির বৈঠকের কয়েক সপ্তাহ আগেই আচার্য তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে ৷ জুলাই মাস শেষ হওয়ার কয়েকদিন আগে থেকেই এখানে তাঁর কাজের দিন শেষ হয়ে যাবে৷

এদিকে, মনি কন্ট্রোল সূত্রে জানা গিয়েছে, এই খবরের বিষয়ে যেমন একদিকে নিশ্চয়তা দেয়নি রিজার্ভ ব্যাংকের মুখপাত্র আবার তেমনি একেবারে উড়িয়েও দেয়নি৷ তবে বাণিজ্যির দৈনিকটির প্রতিবেদন অনুসারে আচার্য জানিয়েছেন, এরিয়ে যাওয়া সম্ভব নয় এমন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ থেকে সরে যাচ্ছেন তিনি৷ কারণ কাজ করতে গিয়ে মাঝে মধ্যেই তার সঙ্গে সংঘাত হয়েছিল মোদী সরকারে ৷ দেশের শীর্ষ ব্যাংকে স্বাধীনতা দেওয়ার ব্যাপারে জোরালো সওয়াল করতে গিয়ে তিনি সরব হয়েছিলেন কেন্দ্রের বিরুদ্ধেও৷উল্লেখ্য , ২০১৭ সালের ২৩ জানুয়ারি আচার্য রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর এর পদে যোগ দেন৷ ২০১৮ সালের ১০ ডিসেম্বর তৎকালীন রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেল পদত্যাগ করার সময়ও রটেছিল বিরল আচার্য পদত্যাগ করছেন বলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *