দূর্গাপুরে সফল হল ড্রেনের জল পুনরায় ব্যবহার করার পরিকল্পনা
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে এ রাজ্যে শুরু হল ড্রেনের জল পুনরায় ব্যবহার করার ব্যবস্থা। প্রক্রিয়া শুরু হল নোংরা জলকে পরিশ্রুত করে পুনরায় রাস্তা পরিষ্কারের কাজে ব্যবহারের জন্য। সেই কাজের জন্য দেশ একটি অত্যন্ত আধুনিক যন্ত্র তৈরির পথে। এই পরিশ্রুত প্রক্রিয়া সংগঠিত হবে দুর্গাপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট ও কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের যৌথ উদ্যোগে তৈরি করা একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে। এই পদ্ধতি কার্যকর হলে তা সাহায্য করবে জলের ঘাটতি মেটাতেও।
এই কাজ সম্পন্ন করা হবে একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়েই। তবে এই কাজের জন্য অবশ্যই মাথায় রাখতে হচ্ছে যাতে ক্ষতিকর না হয় পরিশ্রুত জল। সেই জন্য সিএসআইআর ও সিএমইআরআই-এর অন্দরে চলছে জলের নমুনার প্রাথমিক পরীক্ষার কাজ। আরও দেখা হচ্ছে, যে হোস পাইপের মাধ্যমে এই জল ছাড়া হবে কত লিমিট থাকবে তার প্রেসারের। এছাড়াও খতিয়ে দেখা হচ্ছে সেই জল পরিবেশ ও রাস্তার কোনও ক্ষতি করছে কিনা তাও ।