কৃষক বিক্ষোভ দিল্লির টিকরি সীমান্তে, পুলিশ ব্যারিকেড সরাচ্ছে এলাকা থেকে
বেস্ট কলকাতা নিউজ : পুলিশ কৃষকদের বিক্ষোভ মঞ্চের আশপাশ ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছিল দিল্লির টিকরি সীমান্তে। বৃহস্পতিবার সেই ব্যারিকেড সরাতে দেখা যায় পুলিশকে। সুপ্রিম কোর্টে কৃষক আন্দোলন নিয়ে শুনানির সময় অভিযোগ উঠেছিল, পুলিশই যানবাহন বন্ধ করেছে টিকরি সীমান্তে। সেখানে কারও যাতায়াতের অসুবিধা হচ্ছে না আন্দোলনকারীদের জন্য। পুলিশ ব্যারিকেড সরাতে শুরু করে এরপরেই।
গত বছর পুলিশ কংক্রিটের ব্যারিকেড তৈরি করেছিল বিক্ষোভ মঞ্চের চারপাশে। তার ওপরে ছিল কাঁটা। কৃষকরা মূলত তিনটি কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন গত নভেম্বর থেকেই। সরকারের সমর্থকরা এদিকে অভিযোগ করেছিলেন, যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে কৃষক আন্দোলনের জন্য। গত সপ্তাহে সুপ্রিম কোর্ট এওমন্তব্য করে, কৃষকদের অধিকার আছে আন্দোলন করার। কিন্তু কোনো অধিকার নেই রাস্তা আটকে রাখার। তখনই কৃষকরা বলেন, রাস্তা আটকে রেখেছে পুলিশই। মঙ্গলবার টিকরি সীমান্ত পরিদর্শন করেন হরিয়ানার অতিরক্ত স্বরাষ্ট্র সচিব রাজীব অরোরা এবং পুলিশের ডিজি পি কে আগরওয়াল। তাঁদের কথা হয় এমনকি কৃষকদের প্রতিনিধিদের সঙ্গেও। তাঁরা লক্ষ করেন, দিল্লি পুলিশই টিকরি সীমান্ত ঘিরে রেখেছে। এরপরে একদফা বৈঠক হয় হরিয়ানা ও দিল্লি পুলিশের মধ্যে। তখনই ঠিক হয়, টিকরি সীমান্ত থেকে ব্যারিকেড সরিয়ে নেওয়া হবে আর্থ মুভার ও বুলডোজারের সাহায্যে।