নবদ্বীপের পড়ুয়া হামাগুড়ি দিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় উপস্থিত হল সমস্ত প্রতিকূলতাকে হার মানিয়ে
বেস্ট কলকাতা নিউজ : মনের জেদ এবং ইচ্ছেকে কখনো আটকে রাখতে পারেনা কোনো রকম প্রতিকূলতাই । আর নবদ্বীপের পড়ুয়া রোহিত রায় যেন তারই সাক্ষী হয়ে সকলের কাছে। জন্ম থেকেই বিকলাঙ্গ রোহিত। তবুও মনের জোরে সে হামাগুড়ি দিয়ে হাজির হলো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের ক্লাস করতে।
ছাত্রের নাম রোহিত রায়। বাড়ি নবদ্বীপে। রোহিত মায়ের সাথে হাজির হল মঙ্গলবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ক্লাসের প্রথম দিনেই। তার কিছুটা লজ্জাও হয়েছিল অচেনা জায়গায় নতুন বন্ধু বান্ধবদের সামনে মায়ের কোলে উঠে ক্লাস পর্যন্ত যেতেও। তাই রোহিত প্রথমদিন সিঁড়ি ভেঙ্গে হামাগুড়ি দিয়ে ক্লাসে উপস্থিত হয়েছিল।বাড়ির একমাত্র রোজকার বাবার হাত দিয়েই। বাবা পেশায় একজন সাধারণ ব্যাবসায়ী, একটি ছোট মুদির দোকান চালান। রোহিতের মা রেবা দেবী ছেলেকে বাড়ির মধ্যে কখনো বসিয়ে রাখেননি পরিবারে আর্থিক অনটন থাকলেও। এমনকি স্কুলে নিয়ে গেছেন অন্যান্য আর পাঁচটা ছেলে মেয়েদের মতই
রোহিত স্নাতককে ৭১% নম্বর পেয়েছেন কৃষ্ণনগর গভমেন্ট কলেজ থেকে। তারপরেই আবেদন জানায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে।প্রথমদিন রোহিত যখন ক্লাস করছে তখন বাইরে রেবা দেবী গাছের তলায় বসে রয়েছেন। প্রথম দিনের ক্লাসের পর রোহিত বলে, “এম এ শেষ করে পিএইচডি করবো। আমাকে শিক্ষক হতেই হবে”। রোহিতের মনের ইচ্ছে যেন অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় আর বাকিদের কাছে।