ত্রিপুরা সরকার শীর্ষ আদালতে ভর্ৎসনার মুখে পড়ল রাষ্ট্রদ্রোহের মামলা ইস্যুতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ত্রিপুরার বিপ্লব দেবের সরকারের মুখ পুড়ল দেশের শীর্ষ আদালতে । দেশের শীর্ষ আদালত ত্রিপুরার বিজেপি সরকারকে প্রবল ধাক্কা দিল সাংবাদিক ও দুই সমাজকর্মীর বিরুদ্ধে আনা ইউএপিএ ধারায় মামলার শুনানিতে।এদিন দেশের শীর্ষ আদালত আরও জানিয়েছে রাষ্ট্রদ্রোহের আইন কোনও ভাবেই সরকারের অস্ত্র হতে পারে না সাধারণ নাগরিকের বিরুদ্ধে।

উল্লেখ্য মাত্র তিনটি শব্দ লিখেছিলেন সাংবাদিক শ্যাম মীরা সিং—‘ত্রিপুরা ইজ বার্নিং। অর্থাৎ ত্রিপুরা জ্বলছে। শুধু এই কারণেই ত্রিপুরা সরকার ইউএপিএ ধারায় মামলা দায়ের করেছে তাঁর বিরুদ্ধে। ওই রাজ্যের হিংসাত্মক পরিস্থিতি নিয়ে সরব হওয়ায় বিপ্লব দেব সরকার কঠোর আইনি ব্যবস্থা নিয়েছে এমনকি দুই আইনজীবী তথা সমাজকর্মী আনসার ইন্দোরি ও মুকেশের বিরুদ্ধেও। তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এই অভিযোগকে চ্যালেঞ্জ করেই। তারই ভিত্তিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামনার নেতৃত্বাধীন বিচারপতি বি এস বোপান্না ও হিমা কোহলির বেঞ্চ এদিন স্পষ্ট জানিয়েছে, ত্রিপুরা পুলিশ মীরা সিং ও দুই সমাজকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারি বা কোনওরকম বলপূর্বক ব্যবস্থা নিতে পারবে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।এব্যাপারে এমনকি নোটিসও পাঠিয়েছে বেঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *