আমেরিকা-সহ একাধিক দেশের শোকপ্রকাশ সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যুতে
বেস্ট কলকাতা নিউজ : গোটা দুনিয়া একরকম শোকাহত দেশের তিন বাহিনীর প্রথম সিডিএস বিপিন রাওয়াতের মর্মান্তিক মৃত্যুতে৷ ইতিমধ্যেই সমবেদনা জানিয়ে টুইট করেছে প্রতিবেশী দেশ বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তানের পাশাপাশি আমেরিকা-সহ বিশ্বের একাধিক দেশ। (World expresses condolence on death of CDS Bipin Rawat)৷
আমেরিকার জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি তার টুইটে লিখেছেন, ” আমরা গভীর ভাবে শোকাহত সিডিএস জেনারেল বিপিন রাওয়াত এবং অন্যদের মৃত্যুতে৷ এমনকি তাঁর দীর্ঘস্থায়ী প্রভাব থেকে যাবে ভারতীয় সেনাবাহিনীতেও৷ তিনি আরও জোরদার করেছিলেন আমেরিকা আর ভারতের সেনাবাহিনীর মধ্যে শক্তিশালী সম্পর্ককে৷”
ভারতে চিনের রাষ্ট্রদূত সুন ওয়েইডং জানান, “সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং হেলিকপ্টার দুর্ঘটনায় অন্যদের মৃত্যুতে আমরা গভীর শোকাহত ৷ আমার সমবেদনা রইল জেনারেল বিপিন রাওয়াতের পরিবারের সদস্যদের প্রতি৷”ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স অ্যালিস টুইটে দুঃখ প্রকাশ করে লিখেছেন, “দুঃখজনক ঘটনা ৷ জেনারেল রাওয়াত একজন জ্ঞানী মানুষ, সাহসী সেনা, পথপ্রদর্শক ছিলেন। আমরা গভীর শোক প্রকাশ করছি সাংঘাতিক দুর্ঘটনায় তাঁর ও তাঁর স্ত্রীর মৃত্যু এবং বাকি সকলের মৃত্যুতে৷” তিনি এই টুইটটি হিন্দি ভাষাতেও অনুবাদ করেছেন ৷
এদিকে ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলে কুদাশেভ দুঃখ প্রকাশ করেছেন হেলিকপ্টার দুর্ঘটনায় বিপিন রাওয়াত, মধুলিকা রাওয়াত এবং অন্য আধিকারিকদের হঠাৎ মৃত্যুর খবর পেয়ে৷ তিনি এও বলেন, চলে গেলেন ভারতের একজন মহান দেশপ্রেমিক৷ একটি টুইটে তিনি লেখেন, “রাশিয়া তার খুব কাছের একজন বন্ধুকে হারাল ৷
পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র একটি সংক্ষিপ্ত বিবৃতি পোস্ট করেছেন টুইটারে ৷ তিনি লিখেছেন, “জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নদিম রাজা এবং চিফ অফ আর্মি স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়া শোক প্রকাশ করেছেন ৷”নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাও দুঃখ প্রকাশ করে টুইট করেছেন জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীর এবং সেনাবাহিনীর অন্য আধিকারিকদের মর্মান্তিক মৃত্যুতে৷