গঙ্গাসাগরে ঘোর ‘বিপত্তি’ পুণ্যস্নানের আগেই , ‘এয়ারলিফ্ট’ করা হল ২ জনকে
বেস্ট কলকাতা নিউজ : এখনও একদিন বাকি গঙ্গাসাগরে পুণ্যস্নানের। আগামিকাল পুণ্য সাগরস্নান। তার আগে আজ-ই ঘোর ‘বিপত্তি’ বাধল গঙ্গাসাগরে। গঙ্গাসাগর মেলায় এক মহিলা আহত হলেন অগ্নিকাণ্ডের জেরে। তাঁকে গঙ্গাসাগর থেকে হাওড়ায় পাঠানো হল ‘এয়ারলিফ্ট’ করে। শুধু তিনি নন, সবমিলিয়ে জানা গিয়েছে মোট ৩-৪ জনকে এয়ারলিফ্ট করা হয়েছে বলে।
জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের জেরে আহত ওই মহিলার নাম স্বর্ণলতা মন্ডল। বয়স ৪৫ বছর। এক শিশুকে নিয়ে তিনি আগুন পোহাচ্ছিলেন গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। সেইসময়ই আগুন ধরে যায়। ওই মহিলার শরীরের ৫০ শতাংশের উপর পুড়ে গিয়েছে অগ্নিকাণ্ডের জেরে। গুরুতর জখম অবস্থায় তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে ‘এয়ারলিফ্ট’ করে প্রথমে নিয়ে আসা হয় হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে। তারপর সেখান থেকে গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে।