পুলিশের এএসআই কে গ্রেফতার করা হলো ছিনতাইয়ের অভিযোগে
বেস্ট কলকাতা নিউজ : একটি ছিনতাই ও অপহরণের অভিযোগের তদন্তে নেমেএক রকমের চক্ষু চড়কগাছ হওয়ার অবস্থা লালবাজারের পুলিশ কর্তাদের ৷ কি কান্ড! ঘটনায় খোদ পুলিশ অফিসারই যুক্ত এই ছিনতাই ও অপহরণের ঘটনার সাথে ৷ যদিও কলকাতা পুলিশ গোয়েন্দা বিভাগের ক্রাইম রেকর্ড সেকশনে কর্মরত এক এএসআই-সহ তিনজনকে গ্রেফতার করেছে ৷ ধৃত পুলিশ অফিসারের নাম আশিস চন্দ৷গত ৪ জুলাই এই ঘটনার সূত্রপাত ৷ নদীয়ার এক স্বর্ণ ব্যবসায়ী বাবলু নাথ বউবাজার সোনাপট্টিতে এসেছিলেন৷ ব্যবসায়ীক কাজে প্রায়শই তিনি বউবাজারে আসতেন৷ সেদিনও তিনি দুপুরে সোনাপট্টিতে আসেন৷ তখন নগদ ১ লক্ষ টাকা ও ৫০ গ্রাম সোনা তার সঙ্গে ছিল৷
হঠাৎ একজন নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তাকে বল পূর্বক একটি টাটা সুমোতে তুলে নিয়ে যায়৷ কিছুদূর যাওয়ার পর ওই পুলিশ অফিসার গাড়ির ভিতরেই তাকে ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা নগদ টাকা ও সোনা একরকম ছিনিয়ে নিয়ে নেয় এবং এয়ারপোর্টের কাছে তাকে নামিয়ে দিয়ে পালিয়ে যায় গাড়ি নিয়ে৷ এর পরে ওই ব্যবসায়ী মুচিপাড়া থানায় এমনই অভিযোগ দায়ের করেন৷এরপর কলকাতা পুলিশ গোয়েন্দা বিভাগের ক্রাইম রেকর্ড বিভাগে কর্মরত এএসআইসহ আশিস চন্দ কে গ্রেফতার করে ৷ ধৃত তিনজনকে আদালতে তোলা হলে, আদালত ১৬ জুলাই পর্যন্ত তাদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।