ফের স্কুল – কলেজ খুলছে সরস্বতী পুজোর আগেই, এমনটাই জানালেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী
বেস্ট কলকাতা নিউজ : আবার এ রাজ্যের পড়ুয়ারা স্কুল ও কলেজমুখী হবে ৩রা ফেব্রুয়ারি থেকে।গতকাল সোমবার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই ঘোষনা করলেন। জানা গেছে স্কুল খুলছে আপাতত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্যই। আর পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের জন্য চালু আছে পাড়ার শিক্ষালয় । শিক্ষক- শিক্ষিকারা ক্লাস নেবেন এমনকি উপযুক্ত জায়গা অনুযায়ী। তবে এখনও বন্ধই রাখা হবে প্রাথমিক বিভাগ। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলবে এমনকি নাইট কারফিউও। মুখ্যমন্ত্রীর আরো বক্তব্য সামনেই সরস্বতী পুজো। ৫ তারিখ পুজোর আগের যাতে পড়ুয়ারা তার আয়োজন করতে পারে তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলি আগেই খুলে যাবে। তিনি আরও জানান, স্কুল কলেজগুলোতে পঠন পাঠন চলবে আগের মতই। এমনকি অফলাইনেও পড়াশোনা শুরু হবে আইআইটি ও পলিটেকনিকেও।