২০ লক্ষ কোটি টাকা হতে চলেছে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা, একাধিক সুবিধা নতুন বাজেটে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ২০ লক্ষ কোটি টাকায় উন্নীত করা হবে। তরুণ এগ্রি স্টার্টআপের প্রচারের জন্য এগ্রিকালচার এক্সিলারেটর ফান্ড চালু করা হবে। মিলেট উৎপাদনে ভারত অগ্রগণ্য। অর্থমন্ত্রী বাজেট পেশের সময় বলেন, সরকার সবার সহযোগিতা, সবার উন্নয়নে বিশ্বাস করে। আমাদের সরকার সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকারের নীতিতে চলছে। জম্মু কাশ্মীর, লাদাখ ও উত্তর-পূর্বের কথা মাথায় রেখে এই বাজেট তৈরি করা হয়েছে। ভারতের মাথাপিছু আয় দ্বিগুণ হয়েছে। ভারতীয় অর্থনীতি বিশ্বে গত ৯ বছরে দশম থেকে পঞ্চম অবস্থানে এসেছে। বিশ্ব ভারতকে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে দেখেছে। মহামারীর কারণে বিশ্ব মন্দা থাকা সত্ত্বেও এই অর্থবছরে আমাদের প্রত্যাশিত বৃদ্ধির হার ৭ শতাংশ। ভারতীয় অর্থনীতি সঠিক পথে রয়েছে এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে ১৫৭টি নতুন নার্সিং কলেজ স্থাপন করা হবে। সার্বিক উন্নয়ন, প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্য, অবকাঠামো ও বিনিয়োগ, সবুজ উন্নয়ন, যুবশক্তি, অর্থ খাতে সরকারের নজর, সর্বোচ্চ ৫০০ ব্লকে সরকারি প্রকল্প পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হবে।সকলের কাছে পৌঁছানোর জন্য, সরকার দুগ্ধ, মৎস্য ও জলবিদ্যুতের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়েছে। সরকার সম্প্রতি ৫০০টি ব্লকে সরকারি প্রকল্পগুলি পৌঁছে দেওয়ার প্রচার শুরু করেছে।জাতীয় শিশু গ্রন্থাগার চালু করা হবে, যেখানে শিশুরা ভৌগলিক তথ্য পাবে। ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে তাদের উন্নত শিক্ষা দেওয়া হবে। যা ইংরেজি ও আঞ্চলিক ভাষায় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *