পাতিলেবুর দাম ২৫ টাকা জোড়া একলাফে, জানুন দাম বাড়ল আর কোন কোন সবজির
বেস্ট কলকাতা নিউজ : বঙ্গবাসীর জীবনে হাঁসফাঁস পরিস্থিতি গরম পড়তেই। কোথাও বৃষ্টির তেমন আশা নেই। তারমধ্যেই আবার অসহ্য গরম বেলা বাড়তেই । আর এই গরমেই পাতিলেবুর চাহিদা বাড়ে । কিন্তু তাই বলে পাতিলেবু ২৫ জোড়া ? কী খাবে সাধারণ মানুষ? এই প্রশ্নই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে ।
শনিবার দমদম বাজারের বিক্রেতারা জানান, মানুষ এমনিতেই বাজারমুখী খুব কম হচ্ছেন করোনা পরবর্তী সময়ে। তারপর আরও বেচাকেনা হচ্ছে না এই অগ্নিমূল্যের জেরে। যেকোনও সবজির দাম বাড়াতে ভাবতে হচ্ছে সেটি তাঁরা বিক্রি করবেন কিনা। কারণ ক্রেতারা তো আর কেউ কিনছেন না দাম শুনেই। ফলে সমস্যায় রয়েছে তাঁরাও।
এদিন দমদম বাজারের সবজিমূল্য- দমদম বাজার প্রতি কেজিতে পিয়াজ ৪০ টাকা, আলু ২২ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁরস ৬০ টাকা, গাজর ৫০ টাকা, ঝিঙে ৫০ টাকা, টমেটো ৩০ টাকা, কুমড়ো ৩০ টাকা, পুঁইশাক ৩০ টাকা, কাঁচা আম ৪০ টাকা। অন্যদিকে ফলের দাম প্রতি কেজিতে আঙ্গুর ১০০ টাকা, পাকা পেপে ৫০ টাকা, আপেল ১১০ টাকা, তরমুজ ৩০-৪০ টাকা, আম ১০০ টাকা, মুসুম্বি ১০ টাকা পিস, কলা ৫০ টাকা ডজন।
অন্যদিকে যদুবাবু বাজারে বাজারমূল্য প্রতি কেজিতে পেঁপে ৫০ টাকা, গাজর ৬০ টাকা, বিট ৪০ টাকা, বেগুন ৮০ টাকা, ঝিঙে ৬০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, টমেটো ২০ টাকা, পটল ৬০ টাকা, উচ্ছে ৬০ টাকা, ঢেঁরস ৬০ টাকা, সিম ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, লাউ ৪০ টাকা, পাতিলেবু জোড়া ২৫ টাকা। পাশাপাশি ফলের দাম কেজিতে আপেল ১২০ টাকা, বেদনা ১৩০ টাকা, আঙ্গুর ১০০ টাকা, পাকা পেঁপে ৬০ টাকা, তরমুজ ৩০ টাকা, পাকা আম ১২০ টাকা, কলা ৬০ টাকা ডজন, মুসম্বি ১০০ টাকা ডজন।