তাজমহল আসলে শিব মন্দির এই দাবি করে পুজো করতে বিশেষ তৎপর হলো শিবসেনা
বেস্ট কলকাতা নিউজ : আগ্রার সৌধ তাজমহল নিয়ে পুনরায় তৈরি হল এক নতুন বিতর্ক। বিভিন্ন হিন্দু সংগঠনের অনেক দিনের দাবি, তাজমহল আসলে শিবের মন্দির। নাম তেজো মহালায়া। এটা আসলে আদৌ মুসলমানদের তৈরি কোনো সৌধ নয়। এটি আসলে প্রাচীনকালে হিন্দুদের তৈরি শিব মন্দির।এমন দাবি নিয়ে বিতর্কও তৈরী হয়েছে অনেক। এবার সেই পুরনো দাবিতে ফের নতুন করে সরব হল শিবসেনা।তাদের দাবি, তাজমহল প্রকৃত পক্ষে কোনও মুসলিম সৌধ নয়, আসলে এটি হিন্দু মন্দির। তাজমহল চত্বরে প্রত্যেক সোমবার শিবের পূজা এবং যজ্ঞের আয়োজন করতে আগ্রহী শিব ভক্তরা।
সম্প্রতি শিব সেনার আগ্রা শহর কমিটির সভাপতি ভিনু লাভানিয়া হুমকির শুরে জানিয়েছেন , তাজমহল কোনও মুসলিম সৌধ নয়। এটা তেজো মহালয়া, ভগবান শিবের মন্দির। আমরা গোটা শ্রাবণ মাস প্রতি সোমবার তাজমহলে ঢুকে যজ্ঞ এবং পুজো করতে চাই। প্রশাসন বাধা দিলে বলপূর্বক তাজমহল চত্বরে প্রবেশের ঘোষণাও করেছেন ভিনু লাভানিয়া।এই হুমকির পরেই তাজমহলের নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া । আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া জানিয়েছে, ১৯৫৮ সালের প্রত্নতত্ত্ব আইন অনুযায়ী কোনও পুরাতাত্ত্বিক সৌধে পুজো বা কোনও ধর্মীয় আচরণ নিষিদ্ধ। এই চিঠির পরই নিরাপত্তা বাড়ানো হয়েছে তাজমহলের।