সারদা রোজভ্যালি কাণ্ডের পর সামনে এলো আরো একটি বেআইনি অর্থলগ্নি সংস্থার নাম এ রাজ্য সহ ৩ রাজ্যে তল্লাশি অভিযান চালালো সি বি আই
বেস্ট কলকাতা নিউজ : সারদা ও রোজভ্যালি কাণ্ডের পর ফের সামনে এলো আরও একটি বেআইনি আর্থিকপ্রতিষ্ঠান চক্র গ্রুপ নাম ৷ এই সংস্থার বিরুদ্ধে বাজার থেকে কয়েক হাজার কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে ৷ তাই সোমবার সিবিআই তল্লাশি অভিযান চালায় পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যে ৷ এই সংস্থার সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের যোগসূত্র রয়েছে বলে জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সোমবার সিবিআইয়ের ১৩টি দল এই রাজ্যের উত্তর ২৪ পরগনা, বিহারের পটনা ও ত্রিপুরার আগরতলার ১১টি জায়গায় তল্লাশি অভিযান চালায়৷কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সংস্থার ডিরেক্টরদের বাড়ি ও বিভিন্ন অফিসেও দিনভর তল্লাশি অভিযান চালায় ৷ সেখান থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে , এবং সেখান থেকে উদ্ধার করা হয়েছে টাকা লেনদেনের কাগজপত্র সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রীও ৷
উল্লেখ্য, এই সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ২০১৭ সালের জুন মাসে । প্রতারণা, ষড়যন্ত্র বিশ্বাসভঙ্গ সহ একাধিক ধারায় মামলা রাজু করা হয় সংস্থার ডিরেক্টর পার্থ চক্রবর্তী সহ অন্যান্যদের বিরুদ্ধে। চক্র গ্রুপ উত্তর ২৪ পরগনা, কলকাতা, বিহার ও ত্রিপুরার একাধিক জায়গায় অফিস খোলে৷ সারদা-রোজভ্যালির কায়দাতেই বাজার থেকে হাজার হাজার কোটি টাকা তুলেছে এই বেআইনি আর্থিক সংস্থা ৷ মূলত আমানতকারীদের কাছ থেকে ওই টাকা তোলা হয়েছে কম সময়ে তাদেরকে বিপুল টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে ৷